আথেন্সে পত্র বোমা বিস্ফোরণে গুরুতর জখম গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমোস

আথেন্সে পত্র বোমা বিস্ফোরণে গুরুতর জখম গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমোস। তাঁর পেটে এবং ডান পায়ে আঘাত লেগেছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। রাজধানীর একটি হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিত্‍সা চলছে। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ব্যাঙ্ক থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পরই বিস্ফোরণ। পাপাডেমোস ছাড়াও জখম তাঁর চালকও। তিনিই ওই খাম খোলেন বলে দাবি পুলিসের। সেইসময় গাড়িতে আরও এক ব্যাঙ্ক কর্মী ছিলেন। তাঁরও অল্পবিস্তর আঘাত লেগেছে। ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের মে মাস পর্যন্ত গ্রিসের অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন পাপাডেমোস। এছাড়া ইউরোপীয়ন সেন্ট্রাল ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদেও বেশ কয়েকবছর তিনি ছিলেন। ঘটনার কড়া নিন্দা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সাইপ্রাস। ন্যাটোর সম্মেলনে যোগ দিতে আপাতত তিনি ব্রাসেলসে। তবে সর্বক্ষণ পাপাডেমোসের খবর রাখছেন প্রধানমন্ত্রী।

Updated By: May 26, 2017, 09:31 AM IST
আথেন্সে পত্র বোমা বিস্ফোরণে গুরুতর জখম গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমোস

ওয়েব ডেস্ক: আথেন্সে পত্র বোমা বিস্ফোরণে গুরুতর জখম গ্রিসের প্রাক্তন প্রধানমন্ত্রী লুকাস পাপাডেমোস। তাঁর পেটে এবং ডান পায়ে আঘাত লেগেছে। তবে শারীরিক অবস্থা স্থিতিশীল। রাজধানীর একটি হাসপাতালে প্রাক্তন প্রধানমন্ত্রীর চিকিত্‍সা চলছে। কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ব্যাঙ্ক থেকে বেরিয়ে গাড়িতে ওঠার পরই বিস্ফোরণ। পাপাডেমোস ছাড়াও জখম তাঁর চালকও। তিনিই ওই খাম খোলেন বলে দাবি পুলিসের। সেইসময় গাড়িতে আরও এক ব্যাঙ্ক কর্মী ছিলেন। তাঁরও অল্পবিস্তর আঘাত লেগেছে। ২০১১ সালের নভেম্বর থেকে ২০১২ সালের মে মাস পর্যন্ত গ্রিসের অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন পাপাডেমোস। এছাড়া ইউরোপীয়ন সেন্ট্রাল ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট পদেও বেশ কয়েকবছর তিনি ছিলেন। ঘটনার কড়া নিন্দা করেছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সাইপ্রাস। ন্যাটোর সম্মেলনে যোগ দিতে আপাতত তিনি ব্রাসেলসে। তবে সর্বক্ষণ পাপাডেমোসের খবর রাখছেন প্রধানমন্ত্রী।

.