Qatar: এই প্রথম আইনসভার নির্বাচন অনুষ্ঠিত কাতারে, অংশগ্রহণ করছেন মহিলারাও

এই দেশে নির্বাচনে অংশগ্রহণ করছেন মহিলা প্রার্থীরাও।

Updated By: Oct 2, 2021, 02:16 PM IST
Qatar: এই প্রথম আইনসভার নির্বাচন অনুষ্ঠিত কাতারে, অংশগ্রহণ করছেন মহিলারাও
লীনা নাসির অল দাফা

নিজস্ব প্রতিবেদন: এই প্রথমবারের মতো আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হল শনিবার। এই দেশে নির্বাচনে অংশগ্রহণ করছেন মহিলা প্রার্থীরাও। সংখ্যা কম হলেও এই বিষয়টিকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

 সংবাদসংস্থা এএফপি-এর প্রতিবেদন অনুযায়ী, নতুন অনুমোদিত আইন অনুযায়ী, ৪৫ সদস্যের শুরা কাউন্সিলের ৩০ সদস্য নির্বাচিত হবেন। আইনসভার এই ৩০ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২৮৪ জন। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ২৮ জন। জানা গিয়েছে, বাকি ১৫ আসনে জনপ্রতিনিধি নিয়োগ করবেন কাতারের আমির নিজে। মনোনীত ও নির্বাচিত সদস্যদের অধিকার ও দায়িত্ব একই থাকবে। তাঁরা সরকারের সাধারণ নীতি ও বাজেট অনুমোদন করবেন। 

আরও পড়ুন, Earth's Brightness: ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে পৃথিবী, উদ্বেগ প্রকাশ NASA-র বিজ্ঞানীদের

কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা আল থানি জানিয়েছেন, পুরো দেশকে ৩০টি নির্বাচনী জেলায় ভাগ করা হবে। প্রতিটি জেলা থেকে একজন করে প্রতিনিধি নির্বাচিত হবেন বলে জানান হয়েছে। নতুন আইন অনুযায়ী, ১৮ বছরের বেশি বয়সী কাতারের সব নাগরিক ভোট দিতে পারবেন।

নির্বাচনের দিনই ফল প্রকাশিত হবে বলে খবর। কাতারের জন্য এই দিনটিকে গণতন্ত্রের জন্য একটি বড় দিন হিসেবেই দেখা হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। সংবাদমাধ্যমের প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, দোহার ওনাইজা জেলার জাওয়ান বিন জসিম স্কুলের একটি ভোটকেন্দ্রে, কাতারি নাগরিকরা একটি রেজিস্ট্রেশন ডেস্কে ভোট দেওয়ার জন্য সাইন ইন করেছেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.