Melting of Himalayas Glaciers: ক্রমশ শুকিয়ে যাচ্ছে গঙ্গা সিন্ধু ব্রহ্মপুত্র! ভয়ংকর খরার মুখে ভারত...
Reduction in the Flow of Major Himalayan Rivers: গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এই মুহূর্তে পৃথিবীর কাছে বড় সংকট। সে কথাই আর একবার মনে করিয়ে দিলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। 'এই মুহূর্তে' বললে অবশ্য ভুলই হয়। কেননা, প্রায় বহুদিন ধরেই বিশ্ব উষ্ণায়ন একটা বড় বিপদ হয়ে মানবসভ্যতার চোখের সামনে দাঁড়িয়ে আছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন এই মুহূর্তে পৃথিবীর কাছে এক বড় সংকট। সে কথাই আর একবার মনে করিয়ে দিলেন রাষ্ট্রসংঘের (United Nation) মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস (Antonio Guterres)। 'এই মুহূর্তে' বললে অবশ্য ভুলই হয়। কেননা, প্রায় বহুদিন ধরেই বিশ্ব উষ্ণায়ন একটা বড় বিপদ হয়ে মানবসভ্যতার চোখের সামনে দাঁড়িয়ে আছে। সম্প্রতি আন্তোনিয়ো গুতেরেস এক রুক্ষ বাস্তবের কথা বলেছেন। বলেছেন, ক্রমশ শুকিয়ে আসছে গঙ্গা ব্রহ্মপুত্র ও সিন্ধু নদীর জল। বিশ্ব উষ্ণায়নের (Global Warming) প্রভাব তো শুধু পৃথিবীর গড় তাপমাত্রা বা সামগ্রিক জলবায়ুর উপরেই পড়ছে এমন নয়, তা সরাসরি নদীর উপরেও পড়ছে।
আরও পড়ুন: Canada’s Population: সারা বিশ্বকে নিজের দেশে আহ্বান জানিয়েছিল কানাড! দেখুন, তার ফলে কী ঘটল...
সম্প্রতি বিশ্বের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। তিনি বললেন, মানুষের জীবন যাপনের জন্য হিমবাহগুলি বিশেষ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে পৃথিবীর ১০ শতাংশ হিমবাহ বেঁচে রয়েছে। কিন্তু বিশ্ব উষ্ণায়নের জেরে সেগুলিও ক্রমশ গলছে!
এরই প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেন-- হিমবাহ এবং বরফের স্তর আগামী কয়েক দশক ধরে এভাবে হ্রাস পেতে থাকলে সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্রের মতো হিমালয় অঞ্চলের প্রধান নদীগুলির উপর তা মারাত্মক প্রভাব ফেলবে! গঙ্গা, ব্রহ্মপুত্রের জলের প্রবাহ কমলে পাকিস্তানের মতো বন্যা পরিস্থিতি ভারতের হিমালয় পার্বত্য অঞ্চলেও হতে পারে এবং কেদারনাথ বিপর্যয়ের মতো ভয়াবহ বিপর্যয় আরও ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই পরিস্থিতি মোকাবিলায় বিশ্বের সমস্ত দেশকে গ্লোবাল ওয়ার্মিং ঠেকাতে বিশেষ পদক্ষের করতে হবে বলেও জানান গুতেরেস।
জানা গিয়েছে, প্রতি বছর আন্টার্কটিকায় ১৫০ বিলিয়ন টন বা পনেরো হাজার কোটি টন বরফ গলছে। গ্রিনল্যান্ডে গলছে ২৭০ বিলিয়ন টন বা ২৭ হাজার কোটি টন বরফ। আর এর পরেই বিশ্বের সবচেয়ে বেশি হিমবাহ রয়েছে হিমালয়ে। এবার সেগুলিও দ্রুত গলতে শুরু করেছে। আর এরই প্রভাব পড়ছে ওই সমস্ত হিমবাহ থেকে সৃষ্ট সিন্ধু, গঙ্গা,ব্রহ্মপুত্রের মতো নদীগুলিতে।
এশিয়ার ১০টি বড় নদীর উৎপত্তি হিমালয়ের হিমবাহ থেকে। আর ওই সমস্ত নদীর জল ব্যবহার করে এবং কখনও কখনও সরাসরি পান করেই জীবনধারণ করেন প্রায় ১৩০ কোটি মানুষ। ফলে এই সমস্ত নদীগুলির জলের প্রবাহ কমলে স্বাভাবিকভাবেই জীবনযাত্রার উপর বড় মাপের প্রভাব পড়বে।