মাছের পেটের ভিতর সাঁতার কাটল আরেকটি মাছ!

এরকম কথা ভূ-ভারতে কেউ কখনও শোনেনি। মাছ কোথায় সাঁতার কাটে? উত্তর, জলে। না, মাছ সাঁতার কাটে আরেকটা মাছের পেটের ভিতর! একদম গাঁজাখুরি নয়। সত্যি ঘটনা।

Updated By: Jun 11, 2016, 10:23 AM IST
মাছের পেটের ভিতর সাঁতার কাটল আরেকটি মাছ!

ওয়েব ডেস্ক : এরকম কথা ভূ-ভারতে কেউ কখনও শোনেনি। মাছ কোথায় সাঁতার কাটে? উত্তর, জলে। না, মাছ সাঁতার কাটে আরেকটা মাছের পেটের ভিতর! একদম গাঁজাখুরি নয়। সত্যি ঘটনা।

জেলিফিসের পেটের ভিতর সাঁতার কাটল আরেকটি সোনালি রঙের আরেকটি ছোট মাছ। টিম স্যামুয়েল নামে এক আন্ডারওয়াটার ফোটোগ্রাফারের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। গভীর সমুদ্র খোঁজ চালাচ্ছিলেন তিনি। তখনই চোখে পড়ে ঘটনাটি। আর দেরি করেননি টিম। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল।এখনও পর্যন্ত ২০ লাখ মানুষ দেখে ফেলেছেন এই ভিডিও।

দেখুন সেই ভিডিও-

.