গুজবের আগুনে জ্বলল বুর্জ খলিফা

বিশ্বের সর্বোচ্চ আকাশচুম্বী বুর্জ খলিফা বিল্ডিংয়ে আগুনের গুজব ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায়। আতঙ্ক ছড়ায় দুবাইয়ের বিশাল স্কাইস্ক্যাপারকে নিয়ে। তবে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেয়। তাঁরা জানান, ঘন কুয়াশা ও আলোর সংমিশ্রণে আগুন লাগার ধোঁয়ার মতো দেখতে লাগছে। বুর্জ খালিফা সম্পূর্ণ নিরাপদে।

Updated By: Feb 3, 2015, 04:03 PM IST
গুজবের আগুনে জ্বলল বুর্জ খলিফা

ওয়েব ডেস্ক: বিশ্বের সর্বোচ্চ আকাশচুম্বী বুর্জ খলিফা বিল্ডিংয়ে আগুনের গুজব ছড়িয়ে পড়ে স্যোশাল মিডিয়ায়। আতঙ্ক ছড়ায় দুবাইয়ের বিশাল স্কাইস্ক্যাপারকে নিয়ে। তবে সিভিল ডিফেন্সের পক্ষ থেকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেয়। তাঁরা জানান, ঘন কুয়াশা ও আলোর সংমিশ্রণে আগুন লাগার ধোঁয়ার মতো দেখতে লাগছে। বুর্জ খালিফা সম্পূর্ণ নিরাপদে।

প্রতিরক্ষা দফতর থেকে আরও জানানো হয়, "প্রতিবছর এই সময় বুর্জ খলিফার টাওয়ারে এইরকম কুয়াশা লক্ষ্য করা যায়।'

টুইটারে ধোঁয়া মিশ্রিত বুর্জ খালিফার ছবি প্রকাশ হতেই ভাইরাল হয়ে যায় স্যোশাল মিডিয়ায়। আগুন লাগার আতঙ্কে স্থানীয় পুলিস তড়িঘড়ি সতর্কতা জারি করে।

অগ্নি সতর্কতায় বুর্জ খলিফা-

** বেসমেন্ট থেকে ১৬০ তলা পর্যন্ত স্প্রিঙ্কলার ঘেরাটোপে বুর্জ খালিফা
** সেন্সর আলার্ম রয়েছে চারদিকে। জরুরি অবস্থায় আরবি ও ইংরাজি ভাষায় সতর্কতার বন্দোবস্তও রয়েছে।
** অগ্নি প্রতিরোধক সিড়ি ও দেওয়াল থাকা ছাড়াও ২৫ তলা অন্তর একটি করে রিফিউজি এরিয়া রয়েছে যেখানে কয়েকশো মানুষ অনায়াসে নিরাপদে থাকতে পারে।

** দমকল কর্মী ও বিপর্যয় মোকাবিলা দলের জন্য আলাদা করে ৫,৫০০ কেজি ওজন ধরে রাখার ক্ষমতাসম্পন্ন লিফট রয়েছে।

.