ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে প্যারিসের গির্জা

নোত্র দাম গির্জা প্যারিসের প্রাচীন গির্জাগুলির মধ্যে অন্যতম। সেখানে বছরভর লক্ষ লক্ষ মানুষ হাজির হন। কেউ যান প্রার্থনা করতে। কেউ আবার শুধু দর্শনের জন্যই সেখানে যান। তবে বর্তমানে সেখানে সংরক্ষণের কাজ চলছিল।

Updated By: Apr 15, 2019, 11:56 PM IST
ভয়াবহ আগুন, দাউদাউ করে জ্বলছে প্যারিসের গির্জা

নিজস্ব প্রতিবেদন: প্যারিসের নোত্রদাম গির্জায় ভয়াবহ আগুন। সোমবার ফ্রান্সের স্থানীয় সময় দুপুরে আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গেই গোটা এলাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায়।

নোত্র দাম গির্জা প্যারিসের প্রাচীন গির্জাগুলির মধ্যে অন্যতম। সেখানে বছরভর লক্ষ লক্ষ মানুষ হাজির হন। কেউ যান প্রার্থনা করতে। কেউ আবার শুধু দর্শনের জন্যই সেখানে যান। তবে বর্তমানে সেখানে সংরক্ষণের কাজ চলছিল।

আরও পড়ুন: দৈর্ঘ্যে ফুটবল মাঠের সমান, রকেট উত্ক্ষেপণ করতে পারে দানব এই বিমান

তারই মধ্যে সোমবার দুপুরে আগুন লাগে। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর তত্পরতা শুরু হয়। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে যায়। কিন্তু ততক্ষণে ওই গির্জা দাউ দাউ করে জ্বলতে শুরু করেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যায় পুলিসও। পুলিসের তরফে ট্যুইটও করা হয়। সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে সরে যাওয়ার আবেদন জানানো হয়। ওই গির্জার পাশে যে সমস্ত বাড়ি ছিল, সেখান থেকেও দ্রুত বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: নেপালের লুকলার রানওয়েতে বিমান দুর্ঘটনা; ধ্বংস সামিট এয়ারের বিমান, নিহত ৩

কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে গোটা বিষয়টি দুর্ঘটনা বলেই মনে করছেন দমকল ও পুলিসের আধিকারিকরা। এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি বলে জানা গিয়েছে।

.