ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা কাউন্টিতে গভীর খাদে আগুন
ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা কাউন্টিতে গভীর খাদে আগুন। ভ্যান্ডেনবার্গ বায়ুসেনা ঘাঁটির কাছে আগুনে ভস্মীভূত সাড়ে চার হাজার একর জমি। বিপর্যস্ত জনজীবন।
ওয়েব ডেস্ক: ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারা কাউন্টিতে গভীর খাদে আগুন। ভ্যান্ডেনবার্গ বায়ুসেনা ঘাঁটির কাছে আগুনে ভস্মীভূত সাড়ে চার হাজার একর জমি। বিপর্যস্ত জনজীবন।
আরও পড়ুন যে তিন নেতাদের কারণে সবথেকে বেশি মানুষ মারা যাচ্ছে রোজ
জেগে উঠেছে কোস্টা রিকার তুরিয়ালবা আগ্নেয়গিরি। ছাই মেঘে ঢেকে গেছে গোটা আকাশ। আপাতত বন্ধ রয়েছে জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। বাতিল বিভিন্ন সংস্থার একাধিক উড়ান।
আরও পড়ুন এই দেশে বিড়ালের ভিড়ে মানুষকে খুঁজে পাওয়াই দায়
পেরুতে দাবানলের কবলে এবার অ্যামাজনের বনাঞ্চল। এক সপ্তাহ ধরে চলা আগুনে নষ্ট হয়ে গেছে কুড়ি হাজার হেক্টরেরও বেশি জমি। আতঙ্কে এনা নদী সংলগ্ন তিনটি গ্রামের বাসিন্দারা। এরই সঙ্গে ক্ষতিগ্রস্ত ওতিশি অভয়ারণ্য।