World Happiness Report 2023: ফের সেরা সুখি দেশ ফিনল্যান্ড, কতটা সুখি ভারত?
World Happiness Report 2023: ২০ শে মার্চ প্রকাশিত হল ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩। এই নিয়ে টানা ষষ্ঠ বারের জন্য বিশ্বের সেরা সুখী দেশের খেতাব জয় ফিনল্যান্ডের। এই রিপোর্ট অনুযায়ী ভারত এবং অন্যান্য দেশগুলির অবস্থান কী? জেনে নিন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই নিয়ে টানা ষষ্ঠ বারের জন্য বিশ্বের সেরা সুখী দেশের খেতাব জয় ফিনল্যান্ডের। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩ অনুযায়ী বিশ্বের 'হ্যাপিয়েস্ট' দেশ ফিনল্যান্ড। এটি জিডিপি, সামাজিক উন্নয়ন, সুস্বাস্থ্য, স্বাধীনতা ইত্যাদির উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে।
এটি একটি প্রকাশনা। যা ১৫০ টিরও বেশি দেশে একাধিক সমীক্ষার মাধ্যমে সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে তৈরি করে থাকে ইউনাইটেড নেশনস সাসটেনেবেল ডেভলপমেন্ট সলিউসানস নেটওয়ার্ক (United Nations Sustainable Developement Solutions Network)। সুখের বিভিন্ন প্যারামিটারের ওপর ভিত্তি করে ০ থেকে ১০ নম্বরের মধ্যে নম্বর দেওয়া হয়ে থাকে দেশগুলিকে। এই ক্ষেত্রেও বিস্তারিত সমীক্ষার পর এই বছরের প্রতিবেদনটি প্রকাশিত হয়। আন্তর্জাতিক সুখ দিবস উপলক্ষে, সোমবার (২০ মার্চ) প্রতিবেদনটি প্রকাশিত হয়। বিভিন্ন প্যারামিটারের ভিত্তিতে ফিনল্যান্ড এই তালিকায় প্রথম স্থানে থাকলেও, প্রশ্ন হচ্ছে ভারত-সহ অন্য়ান্য় দেশগুলি এই রিপর্টে কোন স্থানে রয়েছে?
আরও পড়ুন, Khalistan Supporters: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসে ভাঙচুর চালালেন খালিস্থানপন্থীরা...
গত বছরের রিপোর্টের মতোই চলতি বছরের রিপোর্টের তালিকাতেও অনেক নর্ডিক দেশ শীর্ষস্থানে রয়েছে। তাদের মধ্য়ে ডেনমার্ক ২ নম্বরে থাকলেও আইসল্যান্ড আছে ৩ নম্বরে। ভারত রয়েছে ১২৬ তম স্থানে। সুত্রে খবর যে প্রতিবেদনের লেখক জানিয়েছেন যে নর্ডিক দেশগুলি শীর্ষস্থানের যোগ্যতা রাখে৷ তারা তাদের সাধারণ সমস্যাগুলি নিয়ে যথেষ্ট সতর্ক এবং সচেতন। ফলে তারা সেই সমস্যার সঙ্গে মোকাবেলা করার ক্ষমতাও রাখে। এমনকী তাদের কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা পশ্চিম ইউরোপের তুলনায় ছিল মাত্র এক-তৃতীয়াংশ। এছাড়াও কোভিডের সময় সামাজিক দুরত্ব বজায় রাখার সত্ত্বেও মানুষের প্রতি মানুষ সহানুভূতিশীল হয়ে উঠেছে। এটিও ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের প্রতিবেদনের একটি অবিচ্ছেদ্য অংশ। এছাড়া মজার ব্যাপার হল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে উভয় দেশের র্যাঙ্কিংয়ে পতন ঘটেছে। উভয় দেশের মধ্যে রাশিয়া ৭২ তম স্থানে এবং ইউক্রেন ৯২ তম স্থানে রয়েছে।
এবারের প্রতিবেদনে নেপাল, চীন, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার থেকেও নিচে ভারত। এই অবস্থানে থাকা সত্ত্বেও ভারত এখনও একটি দ্রুত বর্ধনশীল অর্থনীতি।