টার্গেট ছুঁতে না পারায় প্রকাশ্য রাস্তায় কর্মীদের হামাগুড়ি দিতে বাধ্য করল কোম্পানি, দেখুন ভিডিও

পুলিসের মধ্যস্থতার ওই তুঘলকি শাস্তি থেকে রেহাই পান কর্মীরা

Updated By: Jan 17, 2019, 07:21 PM IST
টার্গেট ছুঁতে না পারায় প্রকাশ্য রাস্তায় কর্মীদের হামাগুড়ি দিতে বাধ্য করল কোম্পানি, দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন: এমন শুনেছেন কখনও? টার্গেট ছুঁতে না পারার জন্য স্কুলের নিল ডাউনের মতো শাস্তি দেওয়া হয়েছে অফিসে! শোনেননি নিশ্চয়। তাহলে নিজেকে ভাগ্যবান বলে মনে করুন নিজেকে। কারণ আপনি এই চিনা কোম্পানির কর্মী নন।

আরও পড়ুন-আত্মহত্যা না খুন? ঘুড়ি উত্সবের বলি টিয়া

বছর শেষে কোম্পানির দেওয়া টার্গেটে পৌঁছতে পারেননি একটি চিনা কোম্পানির কর্মীরা। শাস্তি হিসেবে তাদের ভিড়েঠাসা রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করা হল। সেই শাস্তির একিট ভিডিও প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।

ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রকাশ্য রাস্তায় হামাগুড়ি দিয়ে চলেছেন কর্মীরা। আর তাদের সামনে পতাকা হাতে চলেছেন কোম্পানির অন্য এক কর্মী। পুলিসের মধ্যস্থতার ওই তুঘলকি শাস্তি থেকে রেহাই পান কর্মীরা। তবে ততক্ষণে ভিডিও ভিডিও ক্লিপটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন-শাহ অসুস্থ, বাংলার সভায় ডাক পড়তে পারে যোগীরশাহ অসুস্থ, বাংলার সভায় ডাক পড়তে পারে যোগীর

সংবাদমধ্যমের খবর অনুযায়ী, ওই কোম্পানিটিকে বন্ধ করে দিয়েছে প্রশাসন। ওই ভিডিও দেখে কেউ কেউ সেশ্যাল মিডিয়ায় কর্মীদেরই দোষারোপ করেছেন। কেন তারা ওই শাস্তি মাথা পেতে নিলেন? কেউ কেউ প্রশ্ন তুলেছেন টাকার জন্যে এভাবে মাথা বিকিয়ে কীভাবে দেওয়া য়ায়?

 

.