সৌদি আরবে নিষিদ্ধ হল ফেসবুক ম্যাসেঞ্জার
সৌদি আরবে এবার খাড়া নেমে এল ফেসবুক ম্যাসেঞ্জারের উপর। গতকালই এই নির্দেশিকা জারি করেছে সেদেশর সরকার। মূলত, দেশীয় টেলিকম সংস্থাগুলির আয় ধরে রাখতেই এই নিষেধাজ্ঞা বলে মনে করা হচ্ছে।
Updated By: May 16, 2016, 04:43 PM IST
ওয়েব ডেক্স : সৌদি আরবে এবার খাড়া নেমে এল ফেসবুক ম্যাসেঞ্জারের উপর। গতকালই এই নির্দেশিকা জারি করেছে সেদেশর সরকার। মূলত, দেশীয় টেলিকম সংস্থাগুলির আয় ধরে রাখতেই এই নিষেধাজ্ঞা বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যেই সৌদি আরবে হোয়াটসঅ্যাপ ও ভাইবারে ইন্টারনেট কলিংয়ের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে, বন্ধ করা হয়নি ট্যাঙ্গো ও লাইনের মতো অ্যাপগুলি।
তবে, দেশীয় টেলিকম সংস্থাগুলির আয় ধরে রাখতে এই কাজ করা হয়েছে বলে মানতে নারাজ আরব সরকার। সূত্রের খবর, আইন লঙ্ঘন করায় ম্যাসেঞ্জারের সার্ভিস বন্ধ করা হয়েছে সেখানে।