৯ বছরে ফেসবুক

নয় নয় করে ৯-র পা দিল ফেসবুক। আর ৯ বছরেই সদস্য সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী। ২০০৪-এর ৪ ফেব্রুয়ারি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাড ছাত্র মার্ক জ্যুকরবার্গ আর তাঁর রুমমেট ক`জন মিলে খেলার ছলে সোশ্যাল মিডিয়াটির জন্ম দেন। প্রথমে কলেজ নেটওয়ার্কে সোমাবদ্ধ থাকলেও ক্রমেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে।

Updated By: Feb 5, 2013, 05:52 PM IST

নয় নয় করে ৯-র পা দিল ফেসবুক। আর ৯ বছরেই সদস্য সংখ্যা এক বিলিয়ন ছাড়িয়ে ক্রমশ ঊর্ধ্বমুখী। ২০০৪-এর ৪ ফেব্রুয়ারি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাড ছাত্র মার্ক জ্যুকরবার্গ আর তাঁর রুমমেট ক`জন মিলে খেলার ছলে সোশ্যাল মিডিয়াটির জন্ম দেন। প্রথমে কলেজ নেটওয়ার্কে সোমাবদ্ধ থাকলেও ক্রমেই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো ছড়িয়ে পড়ে বিশ্ব জুড়ে।
এক নজরে ফেসবুক টাইমলাইন
:
২০০৪-এর সেপ্টেম্বরে ফেসবুকে আত্মপ্রকাশ করে `ওয়াল`-এর কনসেপ্ট। শুরু মনের কথার অনর্গল দেওয়াল-লিখন। ফেসবুকের এই `ওয়াল` কনসেপ্ট নিয়ে জলঘোলাও কম হয়নি। অন্যের আবিষ্কার `চুরির` দায়ে ল`স্যুট হয় জ্যুকরবার্গের বিরুদ্ধে।
২০০৭-এর অক্টোবরে মাইক্রোসফটের কাছে ১.৬ শতাংশ স্টেক বিক্রি করে ফেসবুক।
নভেম্বর, ২০০৭। এল বিকন প্রোগ্রাম। ফেসবুক ব্যবহারকারীরা অন্যান্য সাইটে নিজেদের `আক্টিভিটির` গল্প করতে শুরু করলেন ওয়ালে।
২০০৮-এর এপ্রিলে শুরু হল `ফেসবুক চ্যাট`।
২০০৯-এ এল `লাইক`। এক ক্লিকেই জানিয়ে দিন কোন ছবি, স্টেটস, পোস্ট আপনার পছন্দের তালিকায় উঠে এল।
বন্ধুদের ভৌগলিক অবস্থানের উপর `নজরদারি` বাড়াতে ২০১০-এ শুরু হল `লোকেশন`।
`পাত্র` আর `স্থানের` পর এবার `কাল`। ২০১১-এ ফেসবুকে এল সময়রেখা, টাইমলাইন। গত বছরের গোড়াতেই বাধ্যতামূলক করা হল এই ফিচারটি।

.