পাকিস্তানের কারাক প্রদেশে মহিলাদের একলা চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি মৌলবাদীদের

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের কারাক প্রদেশে মহিলাদের রাস্তায় একলা চলাফেরার উপর কড়া নিষেধাজ্ঞা জারি মৌলবাদীদের। বুধবার উলেমা ও মৌলবাদীদের একটা জরুরী বৈঠক ছিল খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। সেখানেই তালিবানি কায়দায় ফতোয়া জারি করে মৌলবাদী সংগঠন গুরগুরি ইসলাহি তানজিম।

Updated By: Aug 7, 2014, 12:55 PM IST
পাকিস্তানের কারাক প্রদেশে মহিলাদের একলা চলাফেরার উপর নিষেধাজ্ঞা জারি মৌলবাদীদের

কারাক প্রদেশ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের কারাক প্রদেশে মহিলাদের রাস্তায় একলা চলাফেরার উপর কড়া নিষেধাজ্ঞা জারি মৌলবাদীদের। বুধবার উলেমা ও মৌলবাদীদের একটা জরুরী বৈঠক ছিল খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। সেখানেই তালিবানি কায়দায় ফতোয়া জারি করে মৌলবাদী সংগঠন গুরগুরি ইসলাহি তানজিম।

ফতোয়ায় বলা হয়েছে, পুরুষ সঙ্গী ছাড়া রাস্তায় বেরলে শুধু আর্থিক জরিমানা নয়, সামাজিক ভাবেও সেই মহিলাকে বয়কট করা হবে। কারাক প্রদেশে সরকার গঠন করেছে ইমরান খানের পাকিস্তান তেহেরিকি ইনসাফ। যদিও তাদের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

.