আফগানিস্তানে গ্যাস টার্মিনালে পর পর বিস্ফোরণে নিহত ১০ শিশু

সোমবার গভীর রাতে আফগানিস্তানের হেরাতে একটি গ্যাস টার্মিনালে একের পর এক বিস্ফোরণে প্রাণ হারালেন ১০ শিশু সহ মোট ১১জন। মৃত প্রত্যেকেই গৃহযুদ্ধের ফলে গৃহহীন হয়ে একটি ত্রাণ শিবিরের অস্থায়ী বাসিন্দা ছিলেন।

Updated By: Aug 25, 2015, 02:00 PM IST
 আফগানিস্তানে গ্যাস টার্মিনালে পর পর বিস্ফোরণে নিহত ১০ শিশু

ওয়েব ডেস্ক: সোমবার গভীর রাতে আফগানিস্তানের হেরাতে একটি গ্যাস টার্মিনালে একের পর এক বিস্ফোরণে প্রাণ হারালেন ১০ শিশু সহ মোট ১১জন। মৃত প্রত্যেকেই গৃহযুদ্ধের ফলে গৃহহীন হয়ে একটি ত্রাণ শিবিরের অস্থায়ী বাসিন্দা ছিলেন।

বিস্ফোরঙুলির তীব্রতা এতটাই বেশি ছিল, আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহরের প্রতি প্রান্ত থেকেই তা অনুভব করা গেছে। বেশ কিছু ছবিতে দেখা যাচ্ছে বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুনের ব্লেলিহান শিখা রাতের আকাশকে প্রায় ঢেকে ফেলছে।

হেরাতের স্থানীয় হাসপাতালের মুখপাত্র রফিক সিরজাই জানিয়েছেন, ১১ জনের মৃত্যুর সঙ্গেই আহত হয়েছেন অন্তত ১৮ জন। আহতরাও ওই ত্রাণ শিবিরেই থাকতেন।

নিছকই দুর্ঘটনা নাকি জঙ্গি হামলা, বিস্ফোরণের প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়।

 

.