একদম এভাবেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী! সতর্ক করলেন বিজ্ঞানীরা

এখনও হাতে সময় আছে। সাবধান হোন। নইলে সমূহ বিপদ। ঠিক এভাবেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী। পৃথিবীর বুক থেকে মুছে যেতে পারে মানবসভ্যতার চিহ্ন। এমনই আশঙ্কার বাণী শোনালেন বিশেষজ্ঞরা।

Updated By: Sep 14, 2016, 05:11 PM IST
একদম এভাবেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী! সতর্ক করলেন বিজ্ঞানীরা

ওয়েব ডেস্ক : এখনও হাতে সময় আছে। সাবধান হোন। নইলে সমূহ বিপদ। ঠিক এভাবেই ধ্বংস হয়ে যেতে পারে পৃথিবী। পৃথিবীর বুক থেকে মুছে যেতে পারে মানবসভ্যতার চিহ্ন। এমনই আশঙ্কার বাণী শোনালেন বিশেষজ্ঞরা।

তাঁরা বলছেন,  যে কোনও সময়ে পৃথিবীর বুকে নেমে আসতে পারে গ্রহাণু। হতে পারে পারমাণবিক সংঘর্ষ। আর তার ফলেই ধ্বংস হতে পারে পৃথিবী। ঠিক যেভাবে ধূমকেতুর সঙ্গে সংঘর্ষে পৃথিবীর বুক থেকে মুছে গিয়েছিল ডায়ানোসর। সেকারণে এখনই এবিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন। দরকার মহাকাশের বিভিন্ন গ্রহাণু ও ধূমকেতুর গতিপ্রকৃতি পর্যবেক্ষণ। যাতে এড়ানো যায় সম্ভাব্য বিপদ। নজরে রাখা যায়, বিভিন্ন গ্রহাণুর প্রভাবে পৃথিবীর বুকে জীব ও পরিবেশগত কী কী ভারসাম্যের অভাব ঘটছে তার সবটাই।

আরও পড়ুন, '২০১৬ সালেই পৃথিবী ধ্বংস হবে!' ৫০০ বছর আগে ভবিষ্যদ্বাণী ফরাসী জ্যোতির্বিদের

.