অভিনব নুসা ফেস্টিভ্যাল
অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সানসাইন উপকূলে পালিত হল নুসা ফেস্টিভ্যাল। এ এক অভিনব উত্সব।
Updated By: Mar 7, 2016, 10:49 AM IST
ওয়েব ডেস্ক: অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে সানসাইন উপকূলে পালিত হল নুসা ফেস্টিভ্যাল। এ এক অভিনব উত্সব।
এই অভিনব উত্সবে সমুদ্রে সার্ফিং করতে দেখা গেল কুকুরদের। অভিনব এই দৃশ্য প্রত্যক্ষ করতে সমুদ্রতটে ভিড়ও হয়েছিল বেশ। সারমেয়দের এরকম প্রতিযোগিতায় অংশগ্রহন করা দেখতে সমুদ্র উপকূলে এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ। তাঁরা জানিয়েছেন, এরকম প্রতিযোগিতা তাঁরা এর আগে কখনও দেখেননি। নুসা ফেস্টিভ্যালের এরকম অভিনব আয়োজনে তাঁরা খুবই খুশি।
প্রতিযোগী কুকুরদের পরনে ছিল রঙীন জামা। তাদের দেখে কোথাও মনে হচ্ছিল না যে তারা সারমেয়। কুকুরদের সার্ফিং নিঃসন্দেহে নতুন মাত্রা দিল নুসা ফেস্টিভ্যালকে।