'সেলিব্রিটি কুকুর', পা নেই, নাচে ক্যাঙ্গারুর মত

জন্ম থেকেই সামনের দুটো পা নেই। রাস্তায় পড়ে থাকা এই সারমেয়কে উদ্ধার করে, নিজের বাড়িতে ঠাঁই দেন পশুপ্রেমী এক দম্পতি। মাত্র এক বছর বয়সেই এসট্রেল্লা এখন পেরুর অন্যতম ডান্সিং স্টার। ক্যাঙ্গারুর আদলে দিব্বি সে দুপায়ে নেচে বেড়াচ্ছে।

Updated By: Jan 6, 2016, 09:43 AM IST
'সেলিব্রিটি কুকুর', পা নেই, নাচে ক্যাঙ্গারুর মত

ওয়েব ডেস্ক: জন্ম থেকেই সামনের দুটো পা নেই। রাস্তায় পড়ে থাকা এই সারমেয়কে উদ্ধার করে, নিজের বাড়িতে ঠাঁই দেন পশুপ্রেমী এক দম্পতি। মাত্র এক বছর বয়সেই এসট্রেল্লা এখন পেরুর অন্যতম ডান্সিং স্টার। ক্যাঙ্গারুর আদলে দিব্বি সে দুপায়ে নেচে বেড়াচ্ছে।

পেশায় অঙ্কের শিক্ষক। আর নেশা? নাচ। সময় পেলেই ছাত্রছাত্রীদের নিয়ে ডান্স ফ্লোরে নেমে পড়েন অ্যাটালান্টার জর্জিয়া স্কুলের সহকারি প্রতিষ্ঠাতা রন ক্লার্ক। সম্প্রতি সপ্তম এবং অষ্টম শ্রেণির পড়ুয়াদের নিয়ে নাচের একটি অনুষ্ঠান করেন রন। সেই ভিডিওয় এখন আমেরিকায় ভাইরাল।

বরফ উত্‍সবের মাধ্যমে নববর্ষকে স্বাগত জানাল চিন। মঙ্গলবার থেকে হিলংজিয়াং প্রদেশে শুরু হয়েছে হার্বিন আন্তর্জাতিক তুসার উত্‍সব। সাইবেরিয়ার খুব কাছে হওয়ায় শীতকালে এখানে পারদ নেমে যায় হিমাঙ্কের পঁয়ত্রিশ ডিগ্রি নিচে।

 

.