ব্রিটেনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ৩ উইপ্রো কর্মী সহ মৃত ৮ ভারতীয়

Updated By: Aug 28, 2017, 11:02 AM IST
ব্রিটেনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ৩ উইপ্রো কর্মী সহ মৃত ৮ ভারতীয়

ওয়েব ডেস্ক: ব্রিটেনে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল ৮ ভারতীয়র। গত ২৪ বছরের মধ্যে ব্রিটেনের এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। মৃতদের মধ্যে ২ জন মহিলা।

শনিবার সকালে বার্কিংহ্যামশায়ারে নিউপোর্টে প্যাঙ্গেলে একটি মিনিবাসে করে ‌যাচ্ছিলেন উইপ্রোর কয়েকজন কর্মী ও তাদের পরিবার। সেসময় উল্টো দিক থেকে আসা একটি ট্র্যাক এসে মুখোমুখি ধাক্কা মারে ওই মিনিবাসটিকে। ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। এদের মধ্যে তিনজন উইপ্রোর কর্মী। নিহত হন মিনিবাসটির ভারতীয় চালকও।

উইপ্রোর পক্ষ থেকে ব্রিটেনের অপারেশন হেড রমেশ ফিলিপ জানিয়েছেন, উইপ্রোর কর্মী কার্তিকেয়ন রামাসুব্রামাণিয়াম, ঋষি রাজীব কুমার ও বিবেক ভাস্করণ একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।

প্রসঙ্গত, মিনিবাসটিকে সামনে থেকে ধাক্কা মারে FedEX এর একটি ট্র্যাক। মিনিবাসটির চালক ছিলেন সাইরাস ‌যোসেফ নামে কেরলের এক বাসিন্দা। গত পনের বছর তিনি ব্রিটেনে রয়েছেন। -ছবি প্রতীকী

আরও পড়ুন-রাম রহিমের সাজা ঘোষণা আজ, উত্তপ্ত রোহতক-সিরসায় মোতায়েন আধাসেনা, তৈরি সেনা

.