আইফেল টাওয়ারকে গোলাপি রাঙিয়ে ব্রেস্ট ক্যান্সারকে চোখ রাঙানি ফ্রান্সের

ওয়েব ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র আইফেল টাওয়ার হয়ে গেল গোলাপি। ফ্রান্সের গর্ব আইফেল টাওয়ার রাতের আলোয় গোলাপি রঙে পরিণত হল। কারণ বিশ্বকে ব্রেস্ট ক্যানসার নিয়ে সচেতন করা। গোলাপি রঙ হল ব্রেস্ট ক্যান্সার সচেতনতার প্রতীক। অক্টোবর হল ব্রেস্ট বা স্তন ক্যানসার সচেতনার মাস। তাই সেপ্টেম্বরের শেষেই মনে করিয়ে দেওয়া হল সেই কথা।  

প্যারিসের মেয়র জানান, তাদের শহর গোটা বিশ্বকে আইফেল টাওয়ারকে গোলাপি রঙের আলো দিয়ে জানিয়ে দিল ব্রেস্ট ক্যান্সার থেকে সাবধান। আইফেল টাওয়ারের দেশ ফ্রান্সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। প্রতি বছর ৫০ হাজারেরও বেশি মহিলা ফ্রান্সে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হন। ফ্রান্সে ২০১২ সাল থেকে প্রায় ১২ হাজার মানুষ ব্রেস্ট ক্যান্সারে মারা যান।

English Title: 
Eiffel Tower turns pink for breast cancer
News Source: 
Home Title: 

আইফেল টাওয়ারকে গোলাপি রাঙিয়ে ব্রেস্ট ক্যান্সারকে চোখ রাঙানি ফ্রান্সের

আইফেল টাওয়ারকে গোলাপি রাঙিয়ে ব্রেস্ট ক্যান্সারকে চোখ রাঙানি ফ্রান্সের
Yes
Is Blog?: 
No