Sri Lanka: বিক্ষোভ ছড়াচ্ছে লাফিয়ে, দেশজুড়ে সোমবার পর্যন্ত কার্ফু জারি শ্রীলঙ্কায়

জ্বালানীর অভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে পড়েছে বাস-ট্রাক। গণ পরিবহন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ছে

Updated By: Apr 2, 2022, 07:55 PM IST
Sri Lanka: বিক্ষোভ ছড়াচ্ছে লাফিয়ে, দেশজুড়ে সোমবার পর্যন্ত কার্ফু জারি শ্রীলঙ্কায়

নিজস্ব প্রতিবেদন: দেশের চরম আর্থিক দুরাবস্থার মধ্যে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে আম জনতা। রোজ ১০ ঘণ্টা লোড শেডিং। পাম্পে নেই পেট্রোল-ডিজেল, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়ায়। এরকম এক পরিস্থিতিতে জনরোষ থেকে বাঁচতে শনিবার সন্ধে ৬টা থেকে ৩৬ ঘণ্টা দেশজুড়ে কার্ফু জারি করল শ্রীলঙ্কা সরকার।

মানুষের ক্ষোভ এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে বিক্ষোভ আছড়ে পড়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের কাছেও। সরকার ওই ঘটনাকে জঙ্গি কার্যকলাপ বলে দাবি করেছে। এরপরই দেশজুড়ে জারি করা হল কার্ফু।

কী পরিস্থিতি শ্রীলঙ্কায়

## দেশে বিদেশি মূদ্রার পরিমাণ নেমে গিয়েছে ২.৩১ মিলিয়ন ডলারে।

## বিদেশ থেকে ঋণ নেওয়ার জন্য শ্রীলঙ্কাকে যে পরিমাণ সুদ দিতে হয় তা দেশে জমা বিদেশি মূদ্রার থেকে অনেক বেশি।

## স্বাধীনতার পর থেকে দেশের ২২ মিলিয়ন মানুষ এরকম সঙ্কটে আর পড়েননি।

## জ্বালানীর অভাবে রাস্তাঘাটে দাঁড়িয়ে পড়েছে বাস-ট্রাক। গণ পরিবহন ব্যবস্থা একেবারে ভেঙে পড়ছে।

## দেশের এমন এক পরিস্থিতিতে একটি সর্বদলীয় সরকার গঠনের দাবি করলেন প্রাক্তন প্রেসিডেন্ট সিরিসেনা।

## দক্ষিণ শ্রীলঙ্কার গল, মোতেরা, মেরাটুয়ায় রাস্তায় বেরিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষজন।  

আরও পড়ুন-Howrah: নেশাই ডেকে আনল বিপদ! ধূমপান নিয়ে বচসায় 'পিটিয়ে খুন' যুবককে

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.