ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি, কমপক্ষে ৩৮ জনের মৃত্যুর আশঙ্কা
মধ্য ইতালিতে ভূমিকম্প। ভূমিকম্পে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ৬.১। কেন্দ্রস্থল রাজধানী রোম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে, উমব্রিয়া অঞ্চলের নরসিয়া শহর। জানা গিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ প্রথম কম্পন। জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। ঘণ্টাখানেক বাদে আফটারশক। তীব্রতা ৫ দশমিক চার।
![ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি, কমপক্ষে ৩৮ জনের মৃত্যুর আশঙ্কা ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি, কমপক্ষে ৩৮ জনের মৃত্যুর আশঙ্কা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/24/64092-itali-24-8-16.jpg)
ওয়েব ডেস্ক: মধ্য ইতালিতে ভূমিকম্প। ভূমিকম্পে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে। রিখটার স্কেলে তীব্রতা ৬.১। কেন্দ্রস্থল রাজধানী রোম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে, উমব্রিয়া অঞ্চলের নরসিয়া শহর। জানা গিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ প্রথম কম্পন। জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। ঘণ্টাখানেক বাদে আফটারশক। তীব্রতা ৫ দশমিক চার।
ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য ইতালি। কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছয় দশমিক দুই। সবচেয়ে ক্ষতিগ্রস্ত অ্যামাথ্রিস শহর। কম্পনের জেরে শহরজুড়ে ধস। একটি ব্রিজ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা।