ফের ভূমিকম্প নেপালে

নেপালে ফের ভূমিকম্প। বৃহস্পতিবার সকালে মৃদু কম্পন কাটমাণ্ডু সহ দেশের বিভিন্ন জায়গায়।

Updated By: Nov 19, 2015, 02:05 PM IST
 ফের ভূমিকম্প নেপালে

ওয়েব ডেস্ক: নেপালে ফের ভূমিকম্প। বৃহস্পতিবার সকালে মৃদু কম্পন কাটমাণ্ডু সহ দেশের বিভিন্ন জায়গায়।
উত্‍সস্থল ছিল কাঠমাণ্ডুর কাছের এক জায়গায়। রিখটার স্কেলে ৫ মাত্রার এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি না হলেও, আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আসলে, কমাস আগের ভয়াবহ ভূমিকম্পের স্মৃতি এখনও টাটকা নেপালবাসীর মনে। ওই ভূমিকম্পের জেরে এখনও মানসিকভাবে বিধ্বস্ত নেপাল।
গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার ভূমিকম্পে ৯ হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন নেপালের সেই ভূমিকম্পে। আর আহত হয়েছিলেন ২৩ হাজারেরও বেশি মানুষ। তারপর থেকে বারবার  কম্পন অনুভূত হচ্ছে নেপালে। সেইজন্যই আতঙ্ক ছড়িয়ে পড়ছে মানুষের মনে।

.