Birth of Moon: মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জন্মেছিল চাঁদ! কী ভাবে আশ্চর্য এই ঘটনাটি সম্ভব হল?

Birth of Moon: চাঁদ নিয়ে মানুষের রোম্যান্টিকতার শেষ নেই। কাব্যে সাহিত্যে গানে চাঁদের ছড়াছড়ি। কিন্তু কী করে এল চাঁদ? কোথা থেকে? এহেন মহাজাগতিক বিষয়টি নিয়ে বহুদিন ধরেই মাথা ঘামাচ্ছেন বিজ্ঞানীরা। অবশেষে মিলল উত্তর।

Updated By: Oct 11, 2022, 01:21 PM IST
Birth of Moon: মাত্র কয়েক ঘণ্টার মধ্যে জন্মেছিল চাঁদ! কী ভাবে আশ্চর্য এই ঘটনাটি সম্ভব হল?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমাদের কবি লিখেছিলেন, 'এমন চাঁদের আলো/মরি যদি সে-ও ভালো'-র মতো অপূর্ব চরণ! এমনিতেও চাঁদ নিয়ে আমাদের রোম্যান্টিকতা বা মনকেমনিয়ার কোনও শেষ নেই। কাব্য-গানে-সাহিত্যে কত ভাবে-না চাঁদের প্রসঙ্গ এসেছে। চাঁদ নিয়ে এই নান্দনিক চর্চার পাশাপাশি চাঁদের জন্ম নিয়েও বিস্তর ভেবেছে মানুষ। নানা কিছু আবিষ্কৃত হয়েছে। কত তত্ত্ব তৈরি হয়েছে। পরে তা খারিজও হয়ে গিয়েছে। তবে সম্প্রতি চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে নতুন করে গবেষণা হয়েছে আর সেই গবেষণায় উঠে এল নতুন তথ্য। গবেষকদের দাবি, চাঁদ তৈরি হতে মোটেই বহু সময় লাগেনি! মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের সৃষ্টি হয়েছিল।

পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা

বিজ্ঞানীরা বলেছেন, পৃথিবীর এই উপগ্রহটি তৈরি হতে মোটেই শতাব্দীর পর শতাব্দী সময় লাগেনি, মাত্র অল্প কিছু সময়ের মধ্যেই তৈরি হয়ে গিয়েছিল চাঁদ। চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে আগেও বহু গবেষণা হয়েছে। কিন্তু ঠিক কী ভাবে এই উপগ্রহ তৈরি হয়েছে, তার খুঁটিনাটি তথ্য ঠিক সেভাবে পরিষ্কার হয়নি বিজ্ঞানীদের কাছে। তা বহুলাংশেই রহস্যে মোড়া থেকে গিয়েছে। সাম্প্রতিক এই গবেষণায় চাঁদের উৎস সম্পর্কে নতুন তথ্য জানিয়েছেন বিজ্ঞানীরা।

'ইনস্টিটিউট ফর কম্পিউটেশনাল কসমোলজি'র একদল গবেষক জানিয়েছেন, চাঁদের সৃষ্টি হয়েছিল মাত্র কয়েক ঘণ্টায়। তাঁদের দাবি, পৃথিবীর সঙ্গে 'থিয়া' নামের এক মহাজাগতিক বস্তুর ধাক্কার পরপরই চাঁদের সৃষ্টি হয়। থিয়ার আকার প্রায় মঙ্গল গ্রহের সমান ছিল। পৃথিবীর সঙ্গে থিয়ার তীব্র সংঘর্ষ ঘটেছিল। গবেষকরা কৃত্রিম মডেলে অতীতের সেই মহাজাগতিক ঘটনার পুনর্নিমাণ করেছেন। তাতে দেখা গিয়েছে, তীব্র সংঘর্ষে পৃথিবী এবং থিয়া থেকে ছিটকে বেরিয়ে এসেছিল কিছু পদার্থ এবং তা সঙ্গে সঙ্গেই পৃথিবীকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে শুরু করে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে 'দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স'-এ।

নাসার দাবি, চাঁদের সৃষ্টিতত্ত্ব নিয়ে এই গবেষণা পৃথিবীর পক্ষেও কার্যকরী হবে, কী ভাবে পৃথিবীতে মানুষের আবির্ভাব হল, তা বুঝতেও বিজ্ঞানীদের সাহায্য করবে চাঁদ সংক্রান্ত এই গবেষণা। চাঁদের সৃষ্টি হয়েছিল প্রায় সাড়ে চারশো কোটি বছর আগে। সাধারণ ভাবে মনে করা হয়, পৃথিবীতে বড়সড় কোনও আলোড়নের ফলে তার উপাদান ছিটকে বেরিয়ে চাঁদের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এমনও বলেছিল, চাঁদ তৈরি হয়েছিল পৃথিবীরই অংশ দিয়ে আর চাঁদ তৈরির পরেই তার জেরে তৈরি বয়েছিল প্রশান্ত মহাসাগর!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.