জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল সিরিয়া

শনিবার সকালে সিরিয়ার রাজধানী দামাসকাসে পর পর ২টি বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের, আহত শতাধিক। দামাসকাসের নিরাপত্তা ভবনকে লক্ষ্য করেই সম্ভবত হামলা চালিয়েছিল জঙ্গিরা।

Updated By: Mar 17, 2012, 06:55 PM IST

শনিবার সকালে সিরিয়ার রাজধানী দামাসকাসে পর পর ২টি বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৭ জনের, আহত শতাধিক। দামাসকাসের নিরাপত্তা ভবনকে লক্ষ্য করেই সম্ভবত হামলা চালিয়েছিল জঙ্গিরা।
বিস্ফোরণে অপরাধ দমন শাখার সদর দফতর এবং বায়ুসেনার দফতর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুরো এলাকাই ধ্বসস্তূপের চেহারা নেয়। অসংখ্য পুলিস এবং সাধারণ মানুষের প্রাণহানি ঘটে। প্রাথমিকভাবে অনুমান, বিস্ফোরক ভর্তি গাড়িতে বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। প্রেসিডেন্ট বাসার-আল-আশাদের বিরুদ্ধে আন্দোলনে উত্তপ্ত সিরিয়া। তারমধ্যেই এমন ভয়াবহ বিস্ফোরণে আতঙ্কিত দেশবাসী।

.