প্রধানমন্ত্রী হতে নয়, মতাদর্শের লড়াই লড়ছি, লন্ডনে দাবি রাহুলের

এদিন নিজের পদবি নিয়েও ব্রিটিশ প্রশ্নের মুখে পড়তে হয় রাহুলকে। এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেন, পদবি বাদ দিলে তাঁর রাজনীতিতে আসার কারণ কী? জবাবে রাহুল বলেন, 'আপনি আমাকে আমার পদবি দিয়ে বিচার করবেন, না আমার যোগ্যতা দিয়ে সেটা আপনার ব্যাপার।' 

Updated By: Aug 26, 2018, 01:02 PM IST
প্রধানমন্ত্রী হতে নয়, মতাদর্শের লড়াই লড়ছি, লন্ডনে দাবি রাহুলের

নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নয়, নৈতিকতা ও মূলবোধ রক্ষায় লড়ছেন তিনি। লন্ডনে বললেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার সন্ধ্যায় লন্ডনে এক প্রবাসী ভারতীয়দের সম্মেলনে একথা বলেন রাহুল। 

এদিন রাহুল বলেন, 'আমি মতাদর্শের লড়াই লড়ছি। ২০১৪ সালের পর থেকে আমার মধ্যে এই পরিবর্তন এসেছে। ভারত রাষ্ট্র এক বিপন্নতার দিকে এগোচ্ছে বলে আমার মনে হয়। ভারতীয়ত্ব রক্ষার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। রোজ সকালে উঠে ভাবি কী ভাবে ভারতীয় প্রতিষ্ঠানগুলিকে রক্ষা করব। কী করে সৌভাতৃত্ব রক্ষা করে আমরা সবাই হাতে হাত মিলিয়ে কাজ করব।'

 

এদিন নিজের পদবি নিয়েও ব্রিটিশ প্রশ্নের মুখে পড়তে হয় রাহুলকে। এক ব্যক্তি তাঁকে প্রশ্ন করেন, পদবি বাদ দিলে তাঁর রাজনীতিতে আসার কারণ কী? জবাবে রাহুল বলেন, 'আপনি আমাকে আমার পদবি দিয়ে বিচার করবেন, না আমার যোগ্যতা দিয়ে সেটা আপনার ব্যাপার।' 

অবৈধ সন্তান রয়েছে মার্কিন প্রেসিডেন্টের!

এদিন রাহুল গান্ধী বলেন, কংগ্রেস আসলে একটি প্রজন্মান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। যার ফলে ২০১৪ সালে হারতে হয়েছে তাদের। 

বলে রাখি, গত মে-তে এক প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী জানিয়েছিলেন, সুযোগ এলে প্রধানমন্ত্রী হতেই পারেন তিনি। তবে তার আগে বিজেপি ও আরএসএসকে ক্ষমতাচ্যুত করতে হবে। তার পর সমস্ত দলের সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে প্রধানমন্ত্রী পদপ্রার্থীর নাম। 

.