শর্তসাপেক্ষে হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প

২০ জানুয়ারির মধ্যে অনেক কিছু ঘটতে পারে।

Updated By: Nov 27, 2020, 12:11 PM IST
শর্তসাপেক্ষে হোয়াইট হাউস ছাড়বেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদন: 'সাদা বাড়ি' ছাড়বেন তবে শর্ত দিলেন। 

আমেরিকায় থ্যাঙ্কসগিভিং ডে চলছে। সেই উপলক্ষে হোয়াইট হাউসে ট্রাম্প বক্তব্য রাখছিলেন। তখনই তিনি এই মন্তব্য করেন। সাংবাদিক সম্মেলনে বলেন, ইলেক্টোরাল কলেজ যদি জো বাইডেনকে আনুষ্ঠানিক ভাবে বিজয়ী ঘোষণা করে, তবেই হোয়াইট হাউস ছাড়বেন বলে জানিয়ে দিলেন আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে বাইডেনকে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বেছে নেওয়াটা ভুল হবে বলেও জানান ট্রাম্প।

ইলেক্টোরাল ভোটের নিরিখে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। ডোনাল্ড ট্রাম্প যেখানে ২৩২ ইলেক্টোরাল ভোট পেয়েছেন, সেখানে ৩০৬ ইলেক্টোরাল ভোট পেয়েছেন বাইডেন। তবে কোনও হিসেবই মানতে চান না ট্রাম্প। নির্বাচনে কারচুপি হয়েছে, এ জন্যই বাইডেন এত ভোট পেয়েছেন বলে নিজের দাবিতেই এখনও অনড় তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আর একবার নিজের অবস্থান স্পষ্ট করেন তিনি। ট্রাম্প বলেন, আমি জানি ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁর মন্তব্যের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি ট্রাম্প বা তাঁর নির্বাচনী প্রচার সংস্থা। তবে এ মাসেই আনুষ্ঠানিক ভাবে প্রেসিডেন্ট বেছে নেবে ইলেক্টোরাল কলেজ। সেখানে যদি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে বাইডেনকে বেছে নেওয়া হয়, তা হলে কি হোয়াইট হাউস ছেড়ে দেবেন তিনি? উত্তরে ট্রাম্প বলেন, অবশ্যই ছেড়ে দেব। তবে ২০ জানুয়ারির মধ্যে অনেক কিছু ঘটতে পারে।

আরও পড়ুন: আসুন, করোনার বিরুদ্ধে একযোগে লড়ি: বাইডেন

.