অগ্নিগর্ভ বাংলাদেশে হিংসার বলি বেড়ে ৩৭
মৌলবাদী সংগঠন হেফাজতের তাণ্ডবে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অংশে আজও পরিস্থিতি থমথমে। ঢাকায় রাজনৈতিক দলের কর্মসূচির ওপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ভোরে চট্টগ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকা সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর পুড়ে যাওয়া বগিগুলিকে বাদ দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
মৌলবাদী সংগঠন হেফাজতের তাণ্ডবে বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অংশে আজও পরিস্থিতি থমথমে। ঢাকায় রাজনৈতিক দলের কর্মসূচির ওপর ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ভোরে চট্টগ্রাম স্টেশনে দাঁড়িয়ে থাকা সুবর্ণ এক্সপ্রেসের পাঁচটি বগিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর পুড়ে যাওয়া বগিগুলিকে বাদ দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়।
হেফাজত কর্মীদের ওপর সরকারি নির্যাতনের অভিযোগে আগামীকাল ও বৃহস্পতিবার দেশজুড়ে হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলের জোট। ফলে, নতুন করে অশান্তি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়েছে। এ সবের মধ্যেই দলীয় নেতাকর্মীদের মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধানের দাবিতে আজ রাজশাহীতে হরতালের ডাক দেয় জামাত। একাধিক গাড়ি ভাঙচুর করেন হরতাল সমর্থকরা।
মিছিল, অবরোধে সামিল হন তাঁরা। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। সব পক্ষকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছে ওয়াশিংটন। রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান-কি-মুনও বাংলাদেশের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।