মার্কিন অফিসারের ভুলের খেসারত দিতে হচ্ছে তাঁর মক্কেলকে, দাবি দেবযানী খোবরাগড়ের আইনজীবীর
মার্কিন অফিসারের ভুলের খেসারত দিতে হচ্ছে দেবযানী খোবরাগারেকে। এমনই দাবি দেবযানী খোবরাগারের আইনজীবী ডানিয়াল আরশেকের। এর আগে একই দাবি করেছিলেন দেবযানীর বাবা উত্তম খোবরাগারেও। আইনজীবীর দাবি, ভিসার আবেদনপত্রে দেবযানী তাঁর বেতন উল্লেখ করেন সাড়ে চার হাজার ইউএস ডলার।
মার্কিন অফিসারের ভুলের খেসারত দিতে হচ্ছে দেবযানী খোবরাগারেকে। এমনই দাবি দেবযানী খোবরাগারের আইনজীবী ডানিয়াল আরশেকের। এর আগে একই দাবি করেছিলেন দেবযানীর বাবা উত্তম খোবরাগারেও। আইনজীবীর দাবি, ভিসার আবেদনপত্রে দেবযানী তাঁর বেতন উল্লেখ করেন সাড়ে চার হাজার ইউএস ডলার।
চুক্তি অনুযায়ী, পরিচারিকাকে প্রায় ১৬০০ ডলার পারিশ্রমিক দেবযানী দিতে পারবেন কিনা, সে জন্যই এই বেতন উল্লেখের নিয়ম। কিন্তু দেবযানীর বেতন, পরিচারিকার ভেবে ভুল করেন মার্কিন অফিসারেরা। পেপার ওয়ার্কের সময় এই গাফিলতি করেন মার্কিন অফিসার। দাবি দেবযানীর আইনজীবীর।