দিল্লির মসনদে কে, অপেক্ষায় বেজিং থেকে ব্রাজিল

ভারতের নির্বাচন সুষ্ঠভাবে হোক, জানালেন চিনের বিদেশমন্ত্রীর মুখপাত্র হং লেই। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচন নিয়ে ভারতের প্রতিবেশী দেশগুলির পাশাপাশি আমেরিকা, ফ্রান্স, ব্রাজিল, রাশিয়ার কপালে ভাঁজ পড়েছে গদিতে কোন সরকার আসে। নতুন সরকার হলে কেমন হবে বিদেশনীতি, পারস্পারিক সম্পর্কের গভীরতাই বা কেমন হবে এইসব নিয়ে তারাও জোরকদমে অঙ্ক কষতে বসে পড়েছে।

Updated By: Apr 9, 2014, 11:58 AM IST

ভারতের নির্বাচন সুষ্ঠভাবে হোক, জানালেন চিনের বিদেশমন্ত্রীর মুখপাত্র হং লেই। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে নির্বাচন নিয়ে ভারতের প্রতিবেশী দেশগুলির পাশাপাশি আমেরিকা, ফ্রান্স, ব্রাজিল, রাশিয়ার কপালে ভাঁজ পড়েছে গদিতে কোন সরকার আসে। নতুন সরকার হলে কেমন হবে বিদেশনীতি, পারস্পারিক সম্পর্কের গভীরতাই বা কেমন হবে এইসব নিয়ে তারাও জোরকদমে অঙ্ক কষতে বসে পড়েছে।

মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে হং জানিয়েছেন, এই নির্বাচন তাদের কাছে এক গুরুত্বপূর্ণ ভুমিকা নেবে। দুই দেশের শান্তি, উন্ননয়ন ও পারস্পারিক আদান-প্রদান নির্ভর করছে ভারতের নির্বাচনের ফল কি হবে। ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এর আগেও ভাল ছিল। দুই দেশের ভাল সম্পর্ক থাকায় দেশের উন্নতি হয়েছে। সাধারন মানুষ লাভবান হয়েছে।

সাংবাদিক বৈঠকে ভারত-চিন সীমান্ত নিয়ে প্রশ্ন উঠলে হং লেই তার উত্তর এড়িয়ে যান। তিনি জানান, চিনের সীমান্ত নীতি খুব স্পষ্ট, এ নিয়ে বেশি কিছু বলার নেই।

.