করাচিতেই আছেন দাউদ, জানিয়ে দিলেন রাজনাথ সিং

দাউদ ইব্রাহিমের করাচিতে থাকা নিয়ে দিল্লির হাতে এসেছে নতুন তথ্যপ্রমাণ। NSA বৈঠক ভেস্তে না গেলে কালই সরতাজ আজিজের হাতে এ সংক্রান্ত যাবতীয় নথি তুলে দেবেন অজিত ডোভাল।  

Updated By: Aug 22, 2015, 07:31 PM IST
করাচিতেই আছেন দাউদ, জানিয়ে দিলেন রাজনাথ সিং

ব্যুরো: দাউদ ইব্রাহিমের করাচিতে থাকা নিয়ে দিল্লির হাতে এসেছে নতুন তথ্যপ্রমাণ। NSA বৈঠক ভেস্তে না গেলে কালই সরতাজ আজিজের হাতে এ সংক্রান্ত যাবতীয় নথি তুলে দেবেন অজিত ডোভাল।  

পাকিস্তানেই আছে দাউদ ইব্রাহিম। সংসদের বাজেট অধিবেশনে এ কথা জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। দাউদের করাচিতে থাকা নিয়ে
নতুন তথ্য হাতে পেয়েছেন গোয়েন্দারা। একটি ইংরেজি দৈনিকে ছবি সহ এ খবর বেরিয়েছে।

তাতে বলা হয়েছে, করাচির ক্লিফটন এলাকায় দাউদ ইব্রাহিমের স্ত্রী। মেহজাবিন শেখের নামে একটি টেলিফোন বিলের হদিশ মিলেছে।
বিলটি গত এপ্রিল মাসের।

১৯৯৬ সালে ইস্যু করা দাউদের পাকিস্তানি পাসপোর্টের খোঁজও পেয়েছেন গোয়েন্দারা। যেখানে দাউদ ইব্রাহিম নাম ভাঁড়িয়ে
হয়েছে শেখ দাউদ হাসান।  

দাউদ ইব্রাহিমের একটি সাম্প্রতিক ছবিও ওই দৈনিকে প্রকাশিত হয়েছে।

দাউদের সপরিবার করাচি বাসের আরও কিছু তথ্য প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে।

তাতে দেখা যাচ্ছে, এ বছরের গোড়ায় দাউদের স্ত্রী-মেয়ে একাধিকবার বিমানে করাচি থেকে দুবাই যাতায়াত করেছেন।

ডি কোম্পানির মাথা দাউদ ঘনিষ্ঠ জাবির সাদিক, জওয়াইদ ছোটানি এবং মুম্বই বিস্ফোরণে অভিযুক্ত জাভেদ প্যাটেলেরও করাচি থেকে দুবাই
যাওয়ার প্রমাণ মিলেছে।

কংগ্রেস অবশ্য দাউদের পাকিস্তানে থাকা নিয়ে নতুন তথ্য প্রমাণকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না।

 একটি ইংরেজি টেলিভিশন চ্যানেল আবার দাউদের স্ত্রী মেহজাবিন শেখের সঙ্গে তাদের প্রতিনিধির টেলিফোনে কথাবার্তার রেকর্ড সম্প্রচার করেছে। তাতে শোনা যাচ্ছে, মেহজাবিন বলছেন, দাউদ ঘুমোচ্ছে। তাঁরা করাচিতেই আছেন।

 

.