বিল হয়েছে ২,৮০০ টাকা, খদ্দের Tips দিলেন প্রায় ১২ লাখ টাকা!
টাকাটি বারটেন্ডার ও কিচেন ওয়ার্কারদের মধ্যে ভাগ করে দেন রেস্তোরাঁর মালিক।
নিজস্ব প্রতিবেদন: লোকে বলে বাঁশের চেয়ে কঞ্চি দড়! কিন্তু তাই বলে হোটেলে খেতে গিয়ে যা বিল হয়েছে তার চেয়ে বহু বহু গুণ টাকা টিপস দেওয়া? না, এমনটা আগে কখনও ঘটেনি। তবে এবার ঘটল। ঘটল আমেরিকায় (US)।
আমেরিকার New Hampshire-এর হোটেলে এক খদ্দের এমনই আশ্চর্য ব্যাপার ঘটালেন। তিনি ১৬,০০০ ডলার (যা ভারতীয় মুদ্রায় ১১.৮ লক্ষ টাকা) বকশিশ রেখে গেলেন মাত্র ৩৮ ডলারের (ভারতীয় মুদ্রায় যা ২,৮০০ টাকা) বিলে! রেস্তোরাঁ মালিক ও সংশ্লিষ্ট সকলে এ ঘটনায় যারপরনাই চমকে ওঠেন। আবার খুশিও হন।
আরও পড়ুন: ভূমধ্যসাগরে ভেঙে যাওয়া নৌকা থেকে উদ্ধার ২৬৭ জন শরণার্থী
রেস্তোরাঁ মালিক ওই বিরল খদ্দেরের সেই বিলটির ছবি শেয়ারও করেছেন। সোশ্যাল মিডিয়ায় ছবিটি দিয়ে তিনি লিখেছেন, 'দারুণ এক উদারমনা খদ্দের আমরা পেয়েছিলাম। আপনার মহত্ত্বের জন্য আপনাকে ধন্যবাদ।'
টিপসের (tip) ওই টাকাটি বারটেন্ডার ও কিচেন ওয়ার্কারদের মধ্যে ভাগও করে দেন রেস্তোরাঁর মালিক।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: International Day against Drug Abuse and Illicit Trafficking 2021: সুন্দর জীবনের স্বপ্ন ও সঙ্কল্প