জাপানে সুমোরা কোলে নিয়ে কাঁদালে শিশুদের পক্ষে শুভ বলে মনে করা হয়

আমাদের এখানে যেমন বৃহন্নলরা শিশুদের কোলে নিয়ে নাচালে তাদের ভবিষ্যত্ জীবনের পক্ষে ভাল বলে মনে করা হয়। জাপানে তেমন সুমোরা শিশুদের কোলে নিয়ে কাঁদাতে পারলে, সেটা সেই শিশুর ভবিষ্যতের পক্ষে শুভ বলে মনে করা হয়। জাপানে নাকিজুমো উত্সবে 'ক্রাইং সুমো'অনুষ্ঠানে এমন কাজই করা হয়।

Updated By: Mar 15, 2016, 03:58 PM IST
জাপানে সুমোরা কোলে নিয়ে কাঁদালে শিশুদের পক্ষে শুভ বলে মনে করা হয়

ওয়েব ডেস্ক: আমাদের এখানে যেমন বৃহন্নলরা শিশুদের কোলে নিয়ে নাচালে তাদের ভবিষ্যত্ জীবনের পক্ষে ভাল বলে মনে করা হয়। জাপানে কিছুটা তেমন সুমোরা শিশুদের কোলে নিয়ে কাঁদাতে পারলে, সেটা সেই শিশুর ভবিষ্যতের পক্ষে শুভ বলে মনে করা হয়। জাপানে নাকিজুমো উত্সবে 'ক্রাইং সুমো'অনুষ্ঠানে এমন কাজই করা হয়।

টোকিওতে শিশুদের কোলে তুলে ভারী ওজনের সুমোরা খুব জোরে পাক খাওয়ায় তাতেই কেঁদে ওঠে শিশুটা। বিদেশীরা যারা এই 'ক্রাইং সুমো'-র ভিডিও দেখেছেন তারা বলেন, এতে শিশুদের ব্রেন ডেমেজ হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু জাপানিদের বিশ্বাস ঠিক উল্টো। তারা মনে করেন, শিশুটি যত কাঁদবে, ততই সুস্থ থাকবে সে। ৪০০ বছর ধরে এই উত্সব চলে আসছে। যে সুমো শিশুদের যত তাড়াতাড়ি কাঁদাতে পারে তাঁকে পুরস্কারও দেওয়া হয়।

Tags:
.