আর্জেন্টিনার প্রথম নির্বাচিত মহিলা প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্শনার রেকর্ড ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য রাস্ট্রপ্রধান নির্বাচিত হলেন। মধ্য-বামপন্থী জাস্টিশিয়ালিস্ট পার্টির কির্শনার পেয়েছেন ৫৪ শতাংশ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সোশালিস্ট পার্টির আর্মেস বিনার পেয়েছেন মাত্র ১৭ শতাংশ ভোট। ২০০৭ সালে তাঁর স্বামী নেস্টর কির্শনার দ্বিতীয়বার ভোটে দাঁড়াতে রাজি না হওয়ার ক্রিস্টিনা কির্শনার প্রথমবার প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। গতবছর অক্টোবরে হঠাত্‌ই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নেস্টর কির্শনার। জয়ের পরে, জনতার উদ্দেশ্যে ক্রিস্টিনার ভাষণে বারবারই উঠে এসেছে নেস্টর কির্শনারে কথা। দেশের যুব সমাজকেও সামাজিক কর্মকাণ্ডে এগিয়ে আসতে আহ্বান জানান ক্রিস্টিনা।

English Title: 
Cristina Kirchner re-elected for second time
Home Title: 

আর্জেন্টিনায় ঐতিহাসিক জয় পেলেন ক্রিস্টিনা কির্শনার

No
942
Is Blog?: 
No