Covid Origin: করোনার আসল উৎস? তা হলে এবার আমেরিকায় যাক WHO, জানিয়ে দিল চিন!

করোনা-উত্‍স নিয়ে উহানে 'হু'-র দ্বিতীয়বার তদন্ত করতে চাওয়ার প্রস্তাবে স্তম্ভিত চিন!

Updated By: Jul 27, 2021, 03:06 PM IST
 Covid Origin: করোনার আসল উৎস? তা হলে এবার আমেরিকায় যাক WHO, জানিয়ে দিল চিন!

নিজস্ব প্রতিবেদন: খেলাটা এবার ঘুরিয়ে দিল চিন। করোনার উত্‍স-সন্ধান করতে 'হু' যেন এবার আমেরিকার দিকে তাকায়, সরাসরি সেই ইঙ্গিত করল চিন।

করোনার দাপটে যখন থেকে তোলপাড় বিশ্ব, তখন থেকে বিশ্বে ঘোরাফেরা করছে উহান-তত্ত্ব। উহান হল চিনের ল্যাবরেটরি। সকলের সন্দেহ, এই ল্যাবরেটরি থেকেই করোনা ভাইরাসের জন্ম। 'হু' (World Health Organization)-র প্রতিনিধিরা এ সংক্রান্ত অনুসন্ধানমূলক কাজের সূত্রে একবার গিয়েছিলেনও চিনে। কিন্তু আবারও করোনা-উত্‍স নিয়ে বিশ্ববাসীর মুখে চিনের উহানের কথাই ভেসে বেড়াচ্ছে। এবার অবশ্য স্পষ্টতঃই বিরক্ত চিন। শুধু বিরক্তই নয়, এবার তারা সন্দেহের তির তাদের দিক থেকে সরিয়ে ঘুরিয়ে দিল খোদ আমেরিকার (United States) দিকে। বলে দিল, করোনার উত্‍‍স সন্ধান করতে হলে 'হু'-র এবার আমেরিকা যাওয়া উচিত!  

আরও পড়ুন: Dust-Clouds: এগিয়ে আসছে ৩০০ ফুট উঁচু ধুলোর দেওয়াল!

উহান থেকে করোনা ভাইরাস (coronavirus) ছড়িয়ে পড়ার তত্ত্ব অবশ্য আগেই নস্যাৎ করে দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে সম্প্রতি, তাদের সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন কিছু বিশেষজ্ঞর। পরিবর্তিত পরিস্থিতিতে এখন 'হু'-ও মনে করছে, করোনার উহান-যোগের তত্ত্ব খারিজ করে দেওয়াটা হয়তো করোনা-সমস্যা নিরসনের ক্ষেত্রে একটু বেশি সরলীকরণই হয়ে গিয়েছিল। তাই দ্বিতীয়বার তারা করোনা উৎস সন্ধানে উহান যাওয়ার কথা ভাবছে বলে শোনা যাচ্ছে। ঠিক এই প্রেক্ষিতেই আমেরিকাকে আক্রমণ করল চিন। চিনের দাবি, করোনার প্রকৃত উত্‍স অনুসন্ধান করতে 'হু'-র এবার 'ফোর্ড ডেট্রিক' যাওয়া উচিত।

'ফোর্ড ডেট্রিক' (Fort Detrick) হল মার্কিন সেনাঘাঁটি। সেখানে গেলেই করোনার আসল কারণ জানা যাবে বলে কটাক্ষ চিন বিদেশ মন্ত্রকের। চিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান (Zhao Lijian) টুইটে লিখেছেন, 'যদি ল্যাবে অনুসন্ধান চালাতেই হয়, তাহলে 'হু'-এর উচিতত ফোর্ট ডেট্রিকে যাওয়া। আমেরিকারও উচিত হবে দায়িত্ব সহকারে 'হু'-র বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো। ফোর্ট ডেট্রিকে গেলেই বিশ্ব আসল সত্য জানতে পারবে।'

উহান (Wuhan) গবেষণাগার নিয়ে 'হু'-র দ্বিতীয়বার তদন্ত (second round of investigation) করতে চাওয়ার প্রস্তাব ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে চিন। এতে সরাসরি আপত্তি জানিয়ে চিনের জাতীয় স্বাস্থ্য কমিশনের এক মন্ত্রী বলেন, 'হু'- র এই প্রস্তাবে আমরা স্তম্ভিত। এই প্রস্তাব বিজ্ঞানসম্মতও নয়। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Bangladesh Covid-19 Surge: এরকম চলতে থাকলে হাসপাতালে আর বেডই ফাঁকা থাকবে না, আশঙ্কা বাংলাদেশে

.