Bangladesh: ফের বন্যার আতঙ্ক! অবিরাম বৃষ্টিতে ভাসছে একাধিক জেলা...

Bangladesh Weather: বাংলাদেশে অনবরত বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন অলিগলি জলে তলিয়ে গিয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজ থেকে ভারী বৃষ্টিপাত হলে দুর্ভোগ আরও বাড়বে। 

Updated By: Oct 5, 2024, 09:05 AM IST
Bangladesh: ফের বন্যার আতঙ্ক! অবিরাম বৃষ্টিতে ভাসছে একাধিক জেলা...

সেলিম রেজা, ঢাকা: সারা বাংলাদেশেই অব্যাহত আছে বৃষ্টিপাত। গতকাল শুক্রবার সারাদিন থেমে থেমে হয়েছে বৃষ্টি। আজ শনিবার ভোর থেকেই ঝরে চলছে অবিরাম বৃষ্টি। রাজধানী ঢাকা-সহ বাংলাদেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস দেয় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ ওমর ফারুকের দেওয়া ভারী বর্ষণের সতর্কতায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বাংলাদেশের রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) অতি ভারী (৮৯ মিলিমিটারা) বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Malaysia Prime Minister | Bangladesh: ইউনূসের সঙ্গে বৈঠকের পরেই সুখবর বাংলাদেশে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বড় ঘোষণা...

বাংলাদেশে অনবরত বৃষ্টির কারণে রাজধানী ঢাকার বিভিন্ন অলিগলি জলে তলিয়ে গিয়েছে। এতে করে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আজ থেকে ভারী বৃষ্টিপাত হলে দুর্ভোগ আরও বাড়বে। বৃষ্টির কারণে ঢাকার বাইরের অঞ্চলগুলোতেও সমস্যায় পড়ছেন মানুষ। এছাড়া বাংলাদেশের ময়মনসিংহ ও শেরপুরে বন্যার সৃষ্টি হয়েছে। সেখানকার বেশ কয়েকটি উপজেলার হাজার হাজার মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। এদিকে আজ ভোর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ায় রাজধানী ঢাকাতে অফিসগামী চাকরিজীবি, খেটে খাওয়া মানুষ এবং স্কুলগামী শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন ঘটছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.