ঘুচবে কি 'না' মানুষের তকমা? মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আশায় বুক বাঁধছে ছিট মহল

ভারত-বাংলাদেশের মধ্যে বারবার আলোচনার পরেও মেটেনি ছিট মহল সমস্যা। মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় এবিষয়ে নতুন করে অগ্রগতি কি কিছু হবে? সেদিকেই তাকিয়ে একশ বাষট্টিটি ছিটমহলের বাসিন্দারা। বার বার দ্বিবাক্ষিক স্তরে বৈঠক হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে। কিন্তু এখনও মেটেনি ছিটমহলের  সমস্যা। অদ্ভুত এক অস্তিত্ব সঙ্কটে  দিন কাটে ছিটমহলের বাসিন্দাদের।

Updated By: Feb 20, 2015, 08:23 PM IST
ঘুচবে কি  'না' মানুষের তকমা? মুখ্যমন্ত্রীর সফর ঘিরে আশায় বুক বাঁধছে ছিট মহল

ব্যুরো: ভারত-বাংলাদেশের মধ্যে বারবার আলোচনার পরেও মেটেনি ছিট মহল সমস্যা। মুখ্যমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় এবিষয়ে নতুন করে অগ্রগতি কি কিছু হবে? সেদিকেই তাকিয়ে একশ বাষট্টিটি ছিটমহলের বাসিন্দারা। বার বার দ্বিবাক্ষিক স্তরে বৈঠক হয়েছে ভারত-বাংলাদেশের মধ্যে। কিন্তু এখনও মেটেনি ছিটমহলের  সমস্যা। অদ্ভুত এক অস্তিত্ব সঙ্কটে  দিন কাটে ছিটমহলের বাসিন্দাদের।

ছিটমহল বিনিময় নিয়ে প্রথম থেকেই আন্তরিক অবস্থান নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর ঢাকা সফর এই  সমস্যা সমাধানের পথ আরও সুগম করে কি না, সেদিকেই তাকিয়ে ছিট মহলের মানুষ

তবে আবেগে গা ভাসাতে রাজি নন অনেকে।

আশায় বুক বেঁধে রয়েছেন ছিটমহলের মানুষ।  শেষ পর্যন্ত কবে তাদের সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।

 

.