সবচেয়ে কাছে! মধ্যরাত থেকে মাত্র ১০০ সেকেন্ড দূরে 'ডুমসডে ক্লক'
সেই 'ডুমসডে ক্লক'-এ এখন বাজছে ১১ টা বেজে ৫৮ মিনিট ২০ সেকেন্ড।
নিজস্ব প্রতিবেদন : তবে কি বিপদ আসন্ন! পৃথিবী কি এবার ধ্বংসের মুখে... বৃহস্পতিবার 'ডুমসডে ক্লক'-এ মধ্যরাত হতে আর মাত্র ১০০ সেকেন্ড বাকি।
পৃথিবীর এই মানবজগত্ কবে ধ্বংস হবে তা হিসেব করার জন্য বিজ্ঞানীরা একটা ঘড়ি আবিষ্কার করেছেন। যে ঘড়ির নাম দেওয়া হয়েছে 'ডুমসডে ক্লক'। বলা হয়েছে এই 'ডুমসডে ক্লক'-এ রাত বারোটা বাজলেই নাকি পৃথিবীর সব মানুষজন ধ্বংস হয়ে যাবে। সেই 'ডুমসডে ক্লক'-এ এখন বাজছে ১১ টা বেজে ৫৮ মিনিট ২০ সেকেন্ড।
কীভাবে তৈরি হল 'ডুমসডে ক্লক'?
হিরোশিমা ও নাগাসাকিতে পারমানবিক বিস্ফোরণের পর ম্যানহাটন প্রজেক্টের প্রাক্তন বিজ্ঞানীরা ''বুলেটিন অফ দ্য অ্যটোমিক সাইন্টিস্টস''- নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হতে থাকে। যার প্রচ্ছদে একটি ঘড়ির ছবি আঁকা। পারমানবিক, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ থেকে প্রযুক্তিগত জটিলতা সংক্রান্ত নানা সমস্যা নিয়ে এই ম্যাগাজিন নানা আলোচনা করে থাকে।
ডুমসডে ক্লক'-এ রাত ১২টা মানেই মানবসভ্যতার ধ্বংসসূচক নির্দেশক। অর্থাত্ ঘড়ির কাঁটা রাত বারোটার যত কাছাকাছি পৃথিবী ধ্বংসের সময় তত আসন্ন।
আরও পড়ুন - বিয়ের আগে পাত্রীর মা সম্পর্কে খোঁজ নিন, নোট লিখে আত্মহত্যা পুলিসকর্মীর