``শুভ নববর্ষ`` জানালেন ক্লিন্টন

মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের আপামর বাঙালি সম্প্রদায়কে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন। বৃহস্পতিবার হোয়াইট হাউসের তরফে পেশ করা এক বিবৃতিতে ক্লিন্টন বলেন, `` বাঙালির ঐতিহ্যে অনেকাংশেই প্রভাবিত মার্কিন নাগরিকরা।
মার্কিন প্রেসিডেন্ট ও গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাঙালি সম্প্রদায়কে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা।`` বাঙালির খাদ্য থেকে সংস্কৃতি--সব কিছুকে সম্মানও জানান মার্কিন সেক্রেটারি অফ স্টেট। বিবৃতির শেষে একেবারে শুদ্ধ বাংলায় ক্লিন্টন বলেন ``শুভ নববর্ষ``।

English Title: 
clinton wishes ``subho Nobo Borsho``
Home Title: 

``শুভ নববর্ষ`` জানালেন ক্লিন্টন

No
4753
Is Blog?: 
No