Micigan Boy Savs Lives: চলন্ত বাসে জ্ঞান হারালেন চালক, স্টিয়ারিং ধরে ৬৬ জনের প্রাণ বাঁচাল সপ্তম শ্রেণির পড়ুয়া

Micigan Boy Savs Lives:বাস চালক ইউনিয়নের প্রসিডেন্ট রবার্ট লাইভনোরিস এক বিবৃতিতে জানিয়েছেন, সপ্তম শ্রেণির পড়ুয়া ডেলান রিভসের চোখে পড়ে যায় বাসের চালক অজ্ঞান হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সে চালকের কেবিনে এসে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কোনও অঘটন ছাড়াই সে বাসটিকে থামিয়ে দেয়

Updated By: Apr 30, 2023, 04:50 PM IST
Micigan Boy Savs Lives: চলন্ত বাসে জ্ঞান হারালেন চালক, স্টিয়ারিং ধরে ৬৬ জনের প্রাণ বাঁচাল সপ্তম শ্রেণির পড়ুয়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুলের পড়ুয়া ক্লাসে ঢুকে গুলি চালিয়ে সহপাটিদের মেরে ফেলেছে, এমন উদাহারণ রয়েছে মার্কিন মুলুকে। তবে মিশিগানে সপ্তম শ্রেণির এক পড়ুয়ার কাণ্ড জানলে অবাক হতে হয়। তার সাহসিকতায় বাঁচল স্কুলে বাসে থাকা ৬৬ পড়ুয়ার প্রাণ। চালকের কেবিনে থাকা ক্যামেরায় তোলা সেই ভিডিয়ো ভাইরাল সোশ্য়াল সাইটে।

আরও পড়ুন-আসানসোলে বিজেপি নেতা খুনের পেছনে তাঁরই পরিচিত! খুনিকে ধরতে পুলিসকে সময়সীমা বেঁধে দিলেন অগ্নিমিত্রা

গত ২৬ এপ্রিল এক দুঃসাহাসিক কাণ্ড করেছে মিশিগান কার্টার স্কুলের সপ্তম শ্রেণির পড়ুয়া ডেলান রিভস। কী হয়েছিল আসলে? বাসে চড়ে স্কুলে যাচ্ছিল ডেলান। বাসে সবাই তখন গল্পে মগ্ন। ফাঁকা রাস্তায় বাস চলছে হুহু করে। স্টিয়ারিং হুইলে বসে রয়েছেন গাড়ির চালক। আচমকা সিটের মধ্যে ঢলে পড়লেন চালক। সেই দৃশ্য চোখে পড়তেই চালকের কেবিনে দৌড়ে আসে ডেলান। সঙ্গে সঙ্গেই স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 

মাত্র ৫৩ সেকেন্ডের ভিডিয়োতে দেখা যাচ্ছে স্টিয়ারিংয়ের দল নেওয়ার পাশাপাশি ব্রেক কষে গাড়িটি থামানোর চেষ্টা করেছে ডেলান। পাশাপাশি সে ইঞ্জিনও বন্ধ করে দেয়। কোনও কিছুকে ধাক্কা দেওয়ার আগেই ধীরে ধীরে বাসটি রাস্তার পাশে একটি জায়গায় এসে থেমে যায়।  

বাসটি থেমে যাওয়ার পরই ডেলান চিত্কার করে আপাতকালীন নম্বর ৯১১ ফোন করতে বলে। সেই ফোন পেয়ে ছুটে আসে পুলিস ও উদ্ধারকারী দল। হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। 

বাস চালক ইউনিয়নের প্রসিডেন্ট রবার্ট লাইভনোরিস এক বিবৃতিতে জানিয়েছেন, সপ্তম শ্রেণির পড়ুয়া ডেলান রিভসের চোখে পড়ে যায় বাসের চালক অজ্ঞান হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সে চালকের কেবিনে এসে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কোনও অঘটন ছাড়াই সে বাসটিকে থামিয়ে দেয়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.