টার্গেট পূরণ করতে না পারলে কর্মীদের খেতে হত মূত্র-আরশোলা, ধৃত ম্যানেজার

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনের দাবি,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর সংস্থার ৩ ম্যানেজারকে গ্রেফতার করে পুলিস।

Updated By: Nov 8, 2018, 05:09 PM IST
টার্গেট পূরণ করতে না পারলে কর্মীদের খেতে হত মূত্র-আরশোলা, ধৃত ম্যানেজার

নিজস্ব প্রতিবেদন: বেঁধে দেওয়া লক্ষ্যপূরণ করতে পারেননি। কর্মীদের শাস্তি দিতে আরশোলা ও মূত্র পান করানোর অভিযোগ উঠল চিনের একটি সংস্থার ম্যানেজারের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিস। 

চিনের দক্ষিণ-পশ্চিম গুইজৌউ প্রদেশে জুনি শহরে একটি নির্মাণ সংস্থার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায়, কর্মীরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। একটি কাপে রাখা মূত্র পান করতে বাধ্য করা হচ্ছে তাঁদের। নাকে হাত দিয়ে হলুদজাতীয় তরল পান করছেন তাঁরা। 

অভিযুক্ত ম্যানেজারের মেসেজের একটি স্ক্রিনশটও ভাইরাল হয়েছে। তাতে লেখা, টার্গেট ছুঁতে না পারলে খেতে হবে আরশোলা। 

চিনের সংবাদমাধ্যমের দাবি, মূত্র ও আরশোলা ছাড়াও কর্মীদের শাস্তিদানে টয়লেটের জল, ভিনিগার খেতে বাধ্য করা হত কর্মীদের। এছাড়া মাথামুণ্ডনও করা হত। 

সংস্থার কর্মীদের দাবি, গত ২ মাস ধরে বকেয়া ছিল বেতন। বেতন হারাবার ভয়ে তাঁরা অভিযোগ করেননি।   

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনের দাবি, সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনের দাবি,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হওয়ার পর সংস্থার ৩ ম্যানেজারকে গ্রেফতার করে পুলিস।  তাঁদের ১০ দিনের হাজতবাসের নির্দেশ দিয়েছে চিনের আদালত।

আরও পড়ুন- চিন থেকে লাইভ টিভিতে 'ভিক্ষা করছেন' পাকিস্তানের প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

.