কিডনি বেচে 'আই ফোন সিক্স' কেনার পরিকল্পনা চিনের দুই ব্যক্তির

দুই বন্ধুরই একটা স্বপ্নে খুব মিল। চিনের ঝিয়াংসু প্রদেশের দুই বন্ধু হু আর হুয়াংয়ের বড় শখ আই ফোন কেনার।

Updated By: Sep 15, 2015, 04:20 PM IST
কিডনি বেচে 'আই ফোন সিক্স' কেনার পরিকল্পনা চিনের দুই ব্যক্তির

ওয়েব ডেস্ক: দুই বন্ধুরই একটা স্বপ্নে খুব মিল। চিনের ঝিয়াংসু প্রদেশের দুই বন্ধু হু আর হুয়াংয়ের বড় শখ আই ফোন কেনার।

'আই ফোন সিক্স এস' বাজারে আসার পর তো হু-আর হুয়াং একেবারে পাগল হয়ে গিয়েছিল। কিন্তু শখ থাকলেও সাধ্য কোথায়! দুই বন্ধু হিসেব করে দেখল তাদের দুজনের কাছে যত টাকা আছে তা দিয়ে 'আই ফোন সিক্স এস' কেনার স্বপ্ন কখনই বাস্তবে পরিণত হবে না। তখনই ওরা ঠিক করে কিডনি বেচবে। ওরা জানে কিডনি বেচে যা দাম পাওয়া যাবে তাতে আই ফোন সহজেই পকেটে থাকবে। মানে কিডনি যাক, তবু আই ফোন তো থাকবে।

ভাবনার পরেই কজা শুরু। গুগল সার্চে গিয়ে কিডনি বেচার বিষয়ে গবেষণা করার পর এক অবৈধ এজেন্টকে ধরে হু আর হোয়াং। কিডনি কেনাবেচা করা ওই এজেন্ট কথাবার্তা চূড়ান্ত করে ওই দুই ব্যক্তিকে দেখা করতে বলে একটা জায়গায়। ঠিক হয় সেদিনই অগ্রিম দিয়ে কিডনি বিক্রির কথা চূড়ান্ত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

হু আবার দুই বন্ধুর মধ্যে একটু ভিতু প্রকৃতির। দিন যত এগিয়ে আসতে শুরু করে হু তার বন্ধুকে বোঝানোর চেষ্টা করে, কিডন বেচে নয় অন্য কোনওভাবে তারা আই ফোন কিনবে। হোয়াং নাছোড়বান্দা। শেষ অবধি অবশ্য সেই এজেন্ট দেখা করেনি। হু পুলিসের কাছে স্বীকার করে নেয় তাদের পরিকল্পনার কথা। ভয়ে এখন দুই বন্ধু গা ঢাকা দিয়ে রয়েছে।

.