আড়াই কোটি সরকারি কর্মীর গোপন নথি চুরি, গ্রেফতার চিনা হ্যাকার

Updated By: Aug 26, 2017, 08:21 PM IST
আড়াই কোটি সরকারি কর্মীর গোপন নথি চুরি, গ্রেফতার চিনা হ্যাকার
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে দুই কোটির বেশি সরকারি কর্মীর ব্যক্তিগত তথ্য চুরি করার দায়ে গ্রেফতার করা হল এক চিনা হ্যাকারকে। ধৃতের নাম উ পিংগ্যাং। 'গোল্ডসান' নামে একটি সাইট চালায় পিংগ্যাং। শুধু সরকারি কর্মীদের ব্যক্তিগত তথ্যই নয়, তার হ্যাকিংয়ের তালিকায় রয়েছে আমেরিকার কয়েকটি বড় মাপের বেসরকারি সংস্থার গুরুত্বপূর্ণ তথ্যও। অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পিংগ্যাংকে গ্রেফতার করে এফবিআই।

আরও পড়ুন- মেক্সিকো সীমান্তে পাঁচিল তুলতে বাধা দিলে বন্ধ করে দেব সরকার, হুমকি ট্রাম্পের

তদন্তে উঠে এসেছে সাকুলা নামে একটি কম্পিউটার ভাইরাসের মাধ্যমে OPM-এর কম্পুটার হ্যাক করত পিংগ্যাং। তারপর সেখান থেকে কর্মীদের আঙুলের ছাপ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সহ আরও গুরুত্বপূর্ণ নথি জোগাড় করত সে। এমনকি কিছু ক্ষেত্রে অত্যন্ত গোপন নথিও হাতে পেয়েছিল পিংগ্যাং।

গতকাল আমেরিকায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য লস অ্যাঞ্জেলস এয়ারপোর্টে নামা মাত্রই গ্রেফতার করা হয় পিংগ্যাংকে। চলছে জিজ্ঞাসাবাদ।

.