Wuhan Again: চিনে ফের করোনা, বাড়ছে নমুনা পরীক্ষা

চিনে এবার ডেল্টা সংক্রমণই আতঙ্ক ছড়াচ্ছে।

Updated By: Aug 3, 2021, 05:54 PM IST
Wuhan Again: চিনে ফের করোনা, বাড়ছে নমুনা পরীক্ষা

নিজস্ব প্রতিবেদন: বর্ষপূর্তি! তবে তা নেতিবাচক ব্যাপারের সঙ্গে সম্বন্ধযুক্ত। চিনে একবছর পরে ফিরল করোনা। 

ঠিক এক বছর পরে ফের চিনে দেখা দিল কোভিড সংক্রমণ। উহানে ফের করোনা আক্রান্তের খোঁজ মেলায় সেখানকার সব বাসিন্দার নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিল চিন প্রশাসন। মঙ্গলবার উহান প্রশাসনের তরফে এ কথা জানানো হয়েছে।

আরও পড়ুন: Corona-Mystery: করোনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছিল চিনের ল্যাবে, দাবি করল US Republicans

সোমবার উহান প্রশাসনের তরফে জানানো হয়, সেখানকার পরিযায়ী শ্রমিকদের (migrant workers) সাত জনের শরীরে নতুন করে সংক্রমণ (Covid-19) ধরা পড়েছে। নতুন সংক্রমণ মূলত করোনার ডেল্টা রূপের ফলেই হচ্ছে বলে জানা গিয়েছে। এর পরেই সব বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গণপরিবহণও (domestic transport) বন্ধ করে দেওয়া হয়েছে। শুরু হয়েছে নমুনা পরীক্ষাও। 

প্রসঙ্গত, এই উহানেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তার পরে তা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ে। তবে এ-ও ঠিক, সবার আগে চিনেই সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছিল। এক বছর পরে ফের সেখানে আক্রান্তের খোঁজ মিলল।

উহানের (Wuhan) পাশাপাশি রাজধানী বেজিংয়েও শুরু হয়েছে নমুনা পরীক্ষা। ধীরে ধীরে সেই সংখ্যা বাড়াচ্ছে তারা।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Taliban: আমেরিকার জন্যই এই অবস্থা, আফগান প্রেসিডেন্ট

.