"কমরেডস, ধর্ম ছাড়ুন নাহলে শাস্তি পেতে প্রস্তুত হোন", বার্তা চিনা কমিউনিস্ট পার্টির

Updated By: Jul 20, 2017, 11:09 PM IST
"কমরেডস, ধর্ম ছাড়ুন নাহলে শাস্তি পেতে প্রস্তুত হোন", বার্তা চিনা কমিউনিস্ট পার্টির

ওয়েব ডেস্ক: "কমরেডস, ধর্ম ছাড়ুন। আরও বেশি করে মার্কসীয় নাস্তিকতার প্রতি সুদৃঢ় হোন"। আর যতি তা হতে না পারা যায় তাহলে শাস্তি পেতে হবে, স্পষ্ট ও কড়া বার্তা চিনা কমিউনিস্ট পার্টির। সম্প্রতি চিনের ধর্ম সংক্রান্ত বিষয়ের নিয়ন্ত্রক বলেছেন, দলের একতা বজায় রাখতে সেদেশে লাল পার্টির ৯ কোটি কর্মীকে ধর্মীয় বিশ্বাস ত্যাগ করতে হবে এবং কার্ল মার্কসের দেখান নাস্তিকতায় ভরসা রাখতে হবে। আর তা না করলেই শাস্তি।

প্রসঙ্গত, সাবেক ধ্রুপদী মার্ক্সীয় ভাবনায় ধর্ম হল 'আফিং' যা বুঁদ করে রাখে। কিন্তু মাও সে তুং-এর দেশে এই ২০১৭ সালে হঠাত্ কেন এমন ধর্ম ত্যাগের আহ্বান এবং তা না মানলে শাস্তির নিদান দেওয়া হচ্ছে? সূত্রের দাবি, চিনে অনুপ্রবেশের জন্য বিভিন্ন বৈদেশিক শক্তি ধর্মকে ঢাল করছে। আর এতেই সিঁদুরে মেঘ দেখছে লাল চিন। প্রসঙ্গত, চিনের বেশকিছু আদিবাসী অধ্যুষিত এলাকার মুসলিম জনজাতির মধ্যে ইতিমধ্যেই ভিত্তি গড়ে তুলেছে আইসিসের মতো ধর্মকে ঢাল করে এগিয়ে চলা জঙ্গি গোষ্ঠী। যদিও সরকারি ভাবে বেজিং একথা কখনই স্বীকার করেনি। কিন্তু তবু সম্প্রতি ওইসব এলাকায় হিজাব, টুপি সহ সবরকম ধর্মীয় পোশাকে নিষেধাজ্ঞা জারি হয়েছে লাল প্রশাসনের তরফে। ফলে, এবারে দলীয় কমরেডদের প্রতি চিনা কমিউনিস্ট পার্টির এমন সরাসরি ধর্মত্যাগের বার্তাকে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। (আরও পড়ুন- ভারতের উত্থানে 'মাথা ঠান্ডা রাখা'র বেজিং বার্তা)

.