ভারতে বসবাসকারী দেশীয় নাগরিকদের জন্য 'নিরাপত্তা সতর্কতা' জারি চিনের

ভারতে বসবাস করেন বহু চিনা নাগরিক। বহু চিনা নাগরিক এদেশে ঘুরতেও আসেন। এবার তাদের জন্য এবার 'নিরাপত্তা সতর্কবার্তা' জারি করল চিন।

Updated By: Jul 8, 2017, 06:14 PM IST
ভারতে বসবাসকারী দেশীয় নাগরিকদের জন্য 'নিরাপত্তা সতর্কতা' জারি চিনের

ওয়েব ডেস্ক : ভারতে বসবাস করেন বহু চিনা নাগরিক। বহু চিনা নাগরিক এদেশে ঘুরতেও আসেন। এবার তাদের জন্য এবার 'নিরাপত্তা সতর্কবার্তা' জারি করল চিন।

সীমান্ত ইস্যুতে ভারত-চিনের মধ্যে উত্তেজনার পারদ চড়ছেই। ভারত-চিন-ভুটানের ট্রাইজাংশন পয়েন্ট, ডোকালা-তে চিনা সেনার রাস্তা তৈরির চেষ্টা নিয়ে গত তিন সপ্তাহ ধরে ভারত-চিন সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। ভারতের সতর্কবার্তার জবাবে '৬২-র চেয়ে তিক্ত অভিজ্ঞতার' পাল্টা হুঁশিয়ারি দিয়েছে চিন।

এই পরিস্থিতিতে এক সতর্কবার্তা জারি করে, ভারতে বসবাসকারী চিনা নাগরিকদের কঠোরভাবে ভারতীয় আইন-শৃঙ্খলা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বলা হয়েছে স্থানীয় ও ধর্মীয় রীতিনীতি মেনে চলতে। নিজের সঙ্গে সবসময় সচিত্র পরিচয়পত্র রাখতে। চিনা বিদেশমন্ত্রকের তরফে জারি করা হয়েছে এই সতর্কবার্তা।

আরও পড়ুন, ১৩৭ বছরে প্রথমবার কন্যাসন্তান জন্ম নিল

.