সাড়ে ৪ ঘণ্টায় পেরোবে ১২৫০ কিমি, উদ্বোধন হল বিশ্বের দ্রুততম বুলেট ট্রেনের

Updated By: Sep 21, 2017, 03:33 PM IST
সাড়ে ৪ ঘণ্টায় পেরোবে ১২৫০ কিমি, উদ্বোধন হল বিশ্বের দ্রুততম বুলেট ট্রেনের

ওয়েব ডেস্ক : বিশ্বের সবচেয়ে দ্রুততম বুলেট ট্রেনের উদ্বোধন হল চিনে। বেজিং থেকে সাংহাই পর্যন্ত ছুটবে ওই ট্রেন। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিবেগে ছুটে বেজিং থেকে সাংহাই পৌঁছবে বিশ্বের সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন ওই ট্রেন।

জানা যাচ্ছে, বেজিং থেকে সাংহাইয়ের দূরত্ব ১২৫০ কিলোমিটার অর্থাত ৭৭৭ মাইল। আর ওই ১২৫০ কিলোমিটার রাস্তা মাত্র ৪ ঘণ্টা ৩০ মিনিটে সম্পূর্ণ করবে চিনের ওই ট্রেন।

২১ সেপ্টেম্বর থেকেই বেজিং থেকে সাংহাই পর্যন্ত ওই বুলেট ট্রেন চালানো হবে। বেজিং সাউথ স্টেশন থেকে যাত্রা শুরু করবে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন ট্রেন। ওই ট্রেনের দৌলতেই এবার বেজিং থেকে সাংহাইয়ের দূরত্ব এবার আরও এক ঘণ্টা কমে যাবে। প্রতি ঘণ্টায় কখনও কখনও ৪০০ কিলোমিটার বেগেও ওই ট্রেন ছুটবে বলে জানা যাচ্ছে। ওই ট্রেনের মধ্যে যাত্রীরা ওয়াইফাই সহ বিভিন্ন ধরণের সুবিধা পাবেন বলেও খবর।

পাশাপাশি আরও জানা যাচ্ছে, এতদিন পর্যন্ত ড্রাগনের দেশে যে বুলেট ট্রেনগুলি চালানো হচ্ছিল, সেগুলির তুলনায় আরও বেশি গতিতে ছুটবে ওই বুলেট ট্রেন।  

.