গজনিতে পুলিস ক্যাম্পে ভয়ঙ্কর গাড়ি বোমা বিস্ফোরণ; নিহত ৩০, আহত বহু
আফগানিস্থানের ইন্টিরিয়ার মন্ত্রকের মন্ত্রী তারিক আরিয়ান সংবাদমাধ্যমে জানিয়েছেন, গাড়িতে বিস্ফোরক বোঝাই করে এক আত্মঘাতী জঙ্গি সকাল পৌনে আটটা নাগাদ ওই হামলা চালায়
নিজস্ব প্রতিবেদন: আফগানিস্থানের গজনিতে ভয়ঙ্কর গাড়ি বোমা বিস্ফোরণ। কমপক্ষে ৩০ জনের মৃত্যু হল ঘটনাস্থলেই। আহত আরও ২০। বাড়তে পারে মৃতের সংখ্যা।
রবিবার সকালে পূর্ব আফগানিস্থানের গজনিতে এক পুলিস ক্যাম্পে আচমকাই হুড়ুমুড়িয়ে ঢুকে পড়ে একটি বিস্ফোরকভর্তি গাড়ি। সঙ্গে সঙ্গে ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ।
আরও পড়ুন-রবিবাসরীয় ডুয়েল! মহিষাদলে শুভেন্দু, সাতগাছিয়ায় অভিষেক
গজনির পাবলিক হেলথের ডিরেক্টর জাহির শাহ নিকমল সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'রবিবার সকালে ওই হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। '
অন্যদিকে, গজনি প্রশাসনের মুখপাত্র ওয়াদউল্লাহ জুমজাদা সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'হামলার লক্ষ্য ছিল পাবলিক প্রটেকশন পুলিস ফোর্সের ক্যাম্প। সেখানেই হামলা চালানো হয়। শহরের বাইরে কোয়ালা-ই-জোজ এলাকায় বিকট আওয়াজের ওই বিস্ফোরণ ঘটে। ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উঠে যায়। তা দেখা গিয়েছে বহু দূর থেকে।'
আরও পড়ুন-শুভেন্দুর গড়ে তৃণমূলের মিছিল, এলাকা ছয়লাপ নেত্রীর পোস্টার ও পতাকায়
অন্যদিকে, আফগানিস্থানের ইন্টিরিয়ার মন্ত্রকের মন্ত্রী তারিক আরিয়ান সংবাদমাধ্যমে জানিয়েছেন, গাড়িতে বিস্ফোরক বোঝাই করে এক আত্মঘাতী জঙ্গি সকাল পৌনে আটটা নাগাদ ওই হামলা চালায়। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।