মঙ্গলে দিব্যি বসে খেলা করছে হনুমান!

একটা ছবি। আর তাতেই একেবারে রে রে করে বাজারে নেমে পড়েছেন ভিন গ্রহে প্রাণী আছে তত্ত্বে বিশ্বাসী মানুষরা। নাসার এক ফোটোগ্রাফে দেখা যাচ্ছে লাল গ্রহে কী জানো একটা দেখা যাচ্ছে। ফোটোগ্রাফের সেই জিনিসটা অনেকটা হনুমানের মত দেখাচ্ছে।

Updated By: Feb 9, 2016, 08:01 AM IST
মঙ্গলে দিব্যি বসে খেলা করছে হনুমান!

ওয়েব ডেস্ক: একটা ছবি। আর তাতেই একেবারে রে রে করে বাজারে নেমে পড়েছেন ভিন গ্রহে প্রাণী আছে তত্ত্বে বিশ্বাসী মানুষরা। নাসার এক ফোটোগ্রাফে দেখা যাচ্ছে লাল গ্রহে কী জানো একটা দেখা যাচ্ছে। ফোটোগ্রাফের সেই জিনিসটা অনেকটা হনুমানের মত দেখাচ্ছে।

ব্যস, এই ছবিটা হাতে পেয়েই উইএফও বিশ্বাসীরা বলছেন, কোনও দ্বিধা নেই, ওটা আসলে হনুমানের ছবি। এমনও দাবি করা হয়েছে একটা, দুটো নয়, লাল গ্রহে বহু হনুমান থাকে কলোনিতে।   স্কট সি ওয়ারিং, নামের এক উইএফও সাইটিং ম্যাগাজিনের সম্পাদক নাসার বিরুদ্ধে সত্য গোপনের অভিযোগ তুলেছেন। এর আগে এই ম্যাগাজিনে মঙ্গলে বাড়িঘর, মূর্তি, পিরামিডের ছবি ছাপানো হয়েছে। প্রতি ক্ষেত্রেই দাবি করা হয়েছিল মঙ্গলে প্রাণের অস্তিত্ব রয়েছে। সব ক্ষেত্রেই অবশ্য তাদের দাবি নসাত্‍ করে দিয়েছে নাসা।

.