স্পেনের প্যাম্পালোনায় মাটাডোরদের মাঁরপ্যাচ অব্যাহত
স্পেনের অধিকাংশ অঞ্চলেই ষাঁড়ের লড়াই নিষিদ্ধ হয়ে গেছে। তবে প্যাম্পালোনায় শতাব্দী প্রাচীন প্রথায় কোনও চিড় ধরেনি।
Updated By: Jul 14, 2012, 03:52 PM IST
স্পেনের অধিকাংশ অঞ্চলেই ষাঁড়ের লড়াই নিষিদ্ধ হয়ে গেছে। তবে প্যাম্পালোনায় শতাব্দী প্রাচীন প্রথায় কোনও চিড় ধরেনি। শুধু ষাঁড়ের লড়াই-ই নয়। প্যাম্পালোনায় ষাঁড়ের দৌড় দেখতে প্রতি বছর ভিড় করেন হাজার হাজার মানুষ। ঘেরা গলিপথ দিয়ে প্রাণপনে দৌড়চ্ছেন কিছু মানুষ। আর তাদের তাড়া করে আসছে ষাঁড়ের দল। বিখ্যাত এই দৌড় দেখতে পথের ধারে, পাশের বিভিন্ন বাড়ির বারান্দায়, জানলায় থাকে মানুষের উপচে পড়া ভিড়। উত্সবের সপ্তম দিনে ষাঁড়ের দৌড় চলাকালীন আহত হয়েছেন পাঁচজন। তবে আহতদের কেউই নন্দীদের দ্বারা আক্রান্ত নন। দৌড় দেখতে গিয়ে উত্সাহী পাঁচ দর্শক ভিড়ের মধ্যে পড়ে যাওয়াতেই বিপত্তি।
Tags: