জোড়া বিস্ফোরণে সন্ত্রাসবাদী হামলার আতঙ্ক ফিরল ব্রাসেলসে

জোড়া বিস্ফোরণে সন্ত্রাসবাদী হামলার আতঙ্ক ফিরল ব্রাসেলসে। সেন্ট গিলিজ শহরতলি এলাকায় হঠাতই দুটি বিস্ফোরণ হয়। মোডা নোভা ক্যাফের বাইরে রাস্তার ধারে পার্ক করা ছিল বেশ কয়েকটি গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সব গাড়ি থেকেই বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় আটটি গাড়িতে।

Updated By: Jul 14, 2016, 12:06 PM IST
জোড়া বিস্ফোরণে সন্ত্রাসবাদী হামলার আতঙ্ক ফিরল ব্রাসেলসে

ওয়েব ডেস্ক: জোড়া বিস্ফোরণে সন্ত্রাসবাদী হামলার আতঙ্ক ফিরল ব্রাসেলসে। সেন্ট গিলিজ শহরতলি এলাকায় হঠাতই দুটি বিস্ফোরণ হয়। মোডা নোভা ক্যাফের বাইরে রাস্তার ধারে পার্ক করা ছিল বেশ কয়েকটি গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই সব গাড়ি থেকেই বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় আটটি গাড়িতে।

পড়ুন-এভাবেই নাকি ধ্বংস হবে মানব সমাজ! (ভয়ঙ্কর ভিডিও)

গত মার্চেই ব্রাসেলস বিমানবন্দরে ভয়াবহ হামলা চালায় আইসিস। সেন্ট গিলিজে বিস্ফোরণ হতেই ফিরে আসে সেই আতঙ্ক। পুলিস এলাকা ঘিরে ফেলে।  দমকলের চেষ্টায় বিশাল আগুন নিয়ন্ত্রণে আনা হয়।  হতাহতের কোনও ঘটনা ঘটেনি। জোড়া বিস্ফোরণে সন্ত্রাসের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে পুলিস। গাড়ির পেট্রোল ট্যাঙ্কে আগুন লেগে বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

পড়ুন-কলোরাডোয় বিধ্বংসী দাবানলের গ্রাসে প্রায় ৫ হাজার হেক্টর বনাঞ্চল

.