আবাসনে আগুন, ভাইকে জানালা দিয়ে ৪০ ফুট নীচে ছুড়ে দিল দাদা, তারপর ঝাঁপ দিল নিজেও
দুজনেই সে যাত্রায় বেঁচে গেল প্রাণে।
নিজস্ব প্রতিবেদন: আবাসনে হুহু করে ছড়িয়ে পড়ছে আগুন। ৪০ ফুট উঁচু থেকে প্রাণ হাতে নিয়ে ঝাঁপ দিল দুই ভাই। তারপর...!
মঙ্গলবারের এই ঘটনাটি ফ্রান্সের গ্রেনোবল শহরের। একজনের বয়স ৩ অন্য জনের বয়স ১০। বাড়িতে তালাবন্দি অবস্থায় ছিল তারা। অবশেষে উপায় না পেয়ে জানালা দিয়েই বড় ছেলে ছুড়ে দিল ভাইকে। তারপর নিজেও ঝাঁপ দিল। ততক্ষণে নীচে এসে জড় হয়েছেন প্রতিবেশীরা। সকলে মিলে ধরে নিলেন দুই ভাইকে। দুজনেই সে যাত্রায় বেঁচে গেল প্রাণে।
আরও পড়ুন: আবার বিয়ে করবে বলে নিজের মা, ৩ কন্যা ও স্ত্রীকে খুন করল এক ব্যক্তি
কারোর গায়ে একটা আঁচড় লাগেনি। তবে ধোঁয়ায় শ্বাসকষ্ট শুরু হওয়াতে ভর্তি করা হয় হাসপাতালে। সেই আবাসনের অনেকেই হাসপাতালে ভর্তি। এছাড়াও যারা দুই ভাইকে নীচে দাঁড়িয়ে ধরেছিলেন,তাঁদের কয়েক জনের হাড়ে আঘাত লেগেছে। তাঁরাও হাসপাতালে ভর্তি।
#COVID19 #accident #grenoble ( Ce mardi il a y’a quelques heures dans l’après midi 2 enfants ont sauté par la fenêtre rattraper par les habitants pic.twitter.com/xzIYpL4b3Y
— oumse-dia (@oumsedia69) July 21, 2020
উদ্ধারকারীদের মধ্যে ছিলেন ২৫ বছরের ছাত্র আথৌমানি ওয়ালিদ, দুই ভাইকে ধরতে গিয়ে তাঁর হাত ভেঙে গিয়েছে। প্রথমে তিনি দেখেন দুজন জানালার ধারে দাঁড়িয়ে কাঁদছে। কালো ধোঁয়ায় চারদিক ছেয়ে গিয়েছে। তারপরই সকলে মিলে রক্ষা করেন দুই ভাইকে। ইতিমধ্যেই গ্রেনবলর মেয়র এই হিরোসুলভ উদ্ধারকার্যের জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন। আগুনের উৎস খুঁজে বার করার তদন্ত চলছে।